ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে ‘বাজে মন্তব্যে’ মেলায় বই জব্দ

প্রকাশিত: ০৭:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

 বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে ‘বাজে মন্তব্যে’ মেলায় বই জব্দ

বিডিনিউজ ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ‘বাজে মন্তব্য’ থাকায় ‘বেঙ্গল কেমিস্ট্রি’ নামের একটি বই জব্দ করেছে গ্রন্থমেলার নীতিমালা ভঙ্গ ও বইয়ের মান বিচারে গঠিত বিশেষ টাস্কফোর্স। এছাড়া মেলায় নিম্নমানের বই আনা এবং বিদেশী কার্টুন চরিত্রের বই প্রকাশকারী কয়েকটি প্রকাশনীকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে তারা। মেলার ২৫তম দিন রবিবার এসব ব্যবস্থা নেয়ার পর টাস্কফোর্সের সদস্য সচিব বাংলা একাডেমির কর্মকর্তা তপন বাগচী বলেন, মশিউর রহমান তৌহিদের লেখা ‘বেঙ্গল কেমিস্ট্রি’ বইটি আলীগড় প্রকাশনীর স্টলে বিক্রি হচ্ছিল। এই বইয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আজেবাজে মন্তব্য’ থাকায় বইটি জব্দ করা হয়েছে। তিনি বলেন, বইয়ে বঙ্গবন্ধুকে নিয়ে আজেবাজে মন্তব্য তো রয়েছেই, পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রয়েছে। তার নাম বিকৃত করা হয়েছে। এছাড়া বইটি আলীগড় প্রকাশনীরও নয়, পরিবেশকও তারা নন। নীতিমালা অনুযায়ী, প্রকাশক বা পরিবেশক না হলে, সেই স্টল থেকে এমন বই বিক্রি নিষিদ্ধ।
×