ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেন স্টোকসের ফেরার ম্যাচে ৩ উইকেটের হার সফরকারী ইংলিশদের, দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা কিউই ব্যাটসম্যান রস টেইলর (১১৩), শেষদিকে নাটকীয় জয়ের রূপকার অবশ্য মিচেল স্যান্টনার (২৭ বলে ৪৫*), এ জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ১-০তে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের নিউজি

নিউজিল্যান্ডের দারুণ জয়

প্রকাশিত: ০৫:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

নিউজিল্যান্ডের দারুণ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের জার্সিতে বেন স্টোকস সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছর সেপ্টেম্বরে। ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ওয়ানডের রাতে নৈশ ক্লাবের বাইরে মারামারি বধিয়ে প্রায় পাঁচ মাসের নিষেধাজ্ঞা-বিড়ম্বনার পর আবার জাতীয় দলের হয়ে মাঠে নামেন। তবে তারকা অলরাউন্ডারের প্রত্যাবতর্নটা সুখকর হয়নি। নিউজিল্যান্ড সফরে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ওয়ানডেতে তার দল হেরে গেছে ৩ উইকেটে। রবিবার হ্যামিল্টনে ৮ উইকেটে ২৮৪ রান করে ইয়ন মরগানের ইংল্যান্ড। জবাবে ম্যাচের নায়ক সেঞ্চুরিয়ান রস টেইলর (১১৩), টম লাথাম (৭৯) ও শেষ দিকে মিচেল স্যান্টনারের (২৭ বলে ৪৫*) ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে শেষ ওভারে জয় নিশ্চিত করে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। বুধবার মাউন্টম্যাঙ্গানিউয়ে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে পারেনি ইংল্যান্ড। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় তারা। ৪ রান করে ফেরেন জনি বেয়ারস্টো। তবে দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে ওঠেন জেসন রয় ও জো রুট। রুট ক্যারিয়ারের ২৭তম হাফ সেঞ্চুরি তুলে নিলেও ৪৯ রানে থামতে হয় রয়কে। এরপর অধিনায়ক ইয়ন মরগান (৮) বড় ইনিংস খেলতে ব্যর্থ। দলীয় ১০৪ রানে তৃতীয় উইকেট হারানোর পর দীর্ঘদিন পর ওয়ানডেতে ফেরা বেন স্টোকসকে নিয়ে বড় জুটির পথ খুঁজচ্ছিলেন রুট। কিন্তু তাদের পরিকল্পনাগুলো ভেস্তে যায়। তাই দলীয় ১৮১ রানের মধ্যেই বিদায় নিতে হয় তাদের। ৫টি চার ও ১টি ছক্কায় ৭৫ বলে ৭১ রান করেন রুট। স্টোকসের সংগ্রহ ছিল ২২ বল ১৩ রান। দলীয় ১৮১ রানে পঞ্চম উইকেট হারানোর পরও ৫টি করে চার-ছক্কার ইনিংসে উইকেটরক্ষক জশ বাটলারের ৬৫ বলে ৭৯ রানের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রানের চ্যালিঞ্জিং স্কোর পায় ইংলিশরা। বড় টার্গেটে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিক কিউইরা। ২৭ রানের মধ্যে প্যাভিলিয়নমুখী হন তিন ব্যাটসম্যান। তবে পরবর্তীতে শুরুর চাপটা সামলে ওঠেন টেইলর ও উইকেটরক্ষক টম লাথাম। তাদের ব্যাটিং নৈপুণ্যে প্রতিপক্ষ বোলারদের সামাল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিউজিল্যান্ড। ১৮২ বল মোকাবেলা করে ১৭৮ রান যোগ করে এ জুটি। এরপর ৩৯ রানের মধ্যে প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নিয়ে হঠাৎই লড়াইয়ে ফেরে ইংলিশরা। জয়ের জন্য ২৫ বলে ৪১ রান দরকার পড়ে কিউইদের। অষ্টম উইকেটে টিম সাউদিকে নিয়ে ২১ বল মোকাবেলা করে অবিচ্ছিন্ন ৪৩ রান যোগ করেন মিচেল স্যান্টনার। আট নম্বরে নেমে মাত্র ২৭ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৫ রানের ম্যাচজয়ী ইনিংস উপহার দেন। অপরপ্রান্তে ৭ বলে ৮ রানে অপরাজিত থাকেন সাউদি। স্কোর ॥ ইংল্যান্ড ॥ ২৮৪/৮ (৫০ ওভার; বাটলার ৭৯, রুট ৭১, স্টোকস ১২; স্যান্টনার ২/৫৪, সোধি ২/৬৩, বোল্ট ২/৬৪)। নিউজিল্যান্ড ॥ ২৮৭/৭ (৪৯.২ ওভার; টেইলর ১১৩, লাথাম ৭৯, ওকস ২/৪৭, স্টোকস ২/৪৩)। ফল ॥ নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রস টেইলর (নিউজিল্যান্ড)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডেতে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।
×