ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুয়ারেজের হ্যাটট্রিক, মেসির রেকর্ড, রোনাল্ডোর মহানুভবতা

প্রকাশিত: ০৫:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

সুয়ারেজের হ্যাটট্রিক, মেসির রেকর্ড, রোনাল্ডোর মহানুভবতা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় শনিবার রাতটি সোনায় সোহাগা কেটেছে বড় দল ও তারকাদের। দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা নিজ নিজ ম্যাচে বড় জয় পেয়েছে। তেমনি দল দু’টির সেরা তারকারাও মেতেছেন গোলোৎসবে। সান্টিয়াগো বার্নাব্যুতে অতিথি আলাভেসকে ৪-০ গোলে হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন সবচে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি করে গোল করেন ‘বিবিসি’ ত্রয়ীর বাকি দুই সদস্য গ্যারেথ বেল ও করিম বেনজেমা। ম্যাচে দু’টি গোলে সহায়তাও করেন ফরাসী ফরোয়ার্ড। যে কারণে ৮৯ মিনিটে রিয়ালের পাওয়া স্পট কিকটা তিনিই নেন। অথচ রোনাল্ডো পেনাল্টি নিলে হ্যাটট্রিক হয়ে যেত তার। কিন্তু সি আর সেভেন বেনজেমাকে সুযোগ দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। ন্যুক্যাম্পে পুঁচকে জিরোনার বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিক বার্সিলোনা। আর এতেই তেতে ওঠেন দলটির তারকারা। এরপর গুনে গুনে অতিথিদের জালে হাফডজন গোল করেছেন কাতালান ফুটবলাররা। এর মধ্যে উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক। জোড়া গোল করে লিওনেল মেসি আরও দু’টি গৌরবময় রেকর্ডের মালিক বনে গেছেন। বার্সার অপর গোলদাতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুটিনহো। বর্তমানে ২৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৬৫। সেখানে ৫১ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। রবিবারের ম্যাচের আগে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সার বিশাল জয়ের রাতে দুটি রেকর্ড করেছেন দলটির সবচেয়ে বড় তারকা মেসি। স্পেনের ৩৬টি ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনটি বাদে স্পেনের শীর্ষ লীগে খেলা এখন পর্যন্ত মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষে গোল পেয়েছেন ক্ষুদে জাদুকর। তিনটি ক্লাবের মধ্যে কাডিস আছে দ্বিতীয় সারির লীগে, রিয়াল মুর্সিয়া তৃতীয় সারি ও হেরেস চতুর্থ সারির লীগে আছে। ম্যাচে আরও একটি রেকর্ড করেছেন মেসি, লা লিগায় সবচেয়ে বেশিবার এ্যাসিস্ট করার। সুয়ারেজকে এ্যাসিস্ট করার মাধ্যমে মেসির মোট এ্যাসিস্ট দাঁড়িয়েছে ১৪৮টি। লা লিগার টুইটারে জানানো হয়, গোল করানোর দিক থেকে এই লীগে রেকর্ড করেছেন মেসি। অবশ্য গত সপ্তাহেই মেসি রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার মাইকেল ওয়েনের রেকর্ডে ভাগ বসান। দু’জনের এ্যাসিস্ট ছিল ১৪৭টি। জিরোনার বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটে সুয়ারেজকে এ্যাসিস্টের মাধ্যমে ওয়েনকে ছাড়িয়ে যান বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। মেসির রেকর্ডের দিনে আলো ছড়িয়েছেন সুয়ারেজও। ২০১৬ সালের আগস্টের পর আবারও বার্সার হয়ে হ্যাটট্রিক করেছেন এই তারকা। দুটি গোলেও এ্যাসিস্ট করেছেন তিনি। এই ম্যাচ জিতে লা লিগায় টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে কাতালানরা। মৌসুমের শুরুতে গোলখরায় ভুগছিলেন রোনাল্ডো। এ কারণে রিয়াল মাদ্রিদের পারফর্মেন্সও খুব একটা ভাল ছিল না। অবশেষে পর্তুগীজ ফরোয়ার্ড নিজেকে মেলে ধরতে শুরু করেছেন। চ্যাম্পিয়ন্স লীগে রেকর্ড গড়ার পর লা লিগাতেও গোল করে চলেছেন তিনি। এই ম্যাচের মধ্য দিয়ে বিবিসি ত্রয়ীর সবাই ৬৮০ দিন পর এক ম্যাচে গোল পেয়েছেন। স্বার্থপর শব্দটি প্রায়ই শুনতে হয় রোনাল্ডোকে। কিন্তু এই ম্যাচে হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ পেয়েও তিনি শেষদিকে পেনাল্টি নিতে দেন বেনজেমাকে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তাই রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ হন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ফরাসী গ্রেট বলেন, বেনজেমার দিকে চমৎকার ইঙ্গিত করায় রোনাল্ডোকে নিয়ে আমি খুশি। এটা দেখিয়েছে, সে দলের জন্য একজন নিবেদিত খেলোয়াড়। বেনজেমার একটা গোল প্রাপ্য ছিল, যেহেতু সে খুবই ভাল একটা ম্যাচ খেলেছে। মৌসুমে প্রথমবারের মতো একই ম্যাচে গোল পেয়েছে বিবিসি ত্রয়ীর সবাই। সঙ্গে দারুণ খেলা লুকাস ভাসকেসের খেলাতেও মুগ্ধ জিদান। বলেন, ম্যাচজুড়েই ছিল বিবিসি। তারা খুবই ভাল একটা ম্যাচ খেলেছে। লুকাস ভাসকেসও খুব ভাল করেছে। আক্রমণভাগের চারজনই দারুণ খেলেছে। চারজনকে নিয়ে আমি খুশি।
×