ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের করডার থাইল্যান্ড জয়

প্রকাশিত: ০৫:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রের করডার থাইল্যান্ড জয়

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডে হোন্ডা এলপিজিএ টুর্নামেন্টে শিরোপা জিতেছেন জেসিকা করডা। রবিবার ফাইনাল রাউন্ডে অতিমানবীয় নৈপুণ্য দেখিয়ে সবার ওপরে চলে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের এ তরুণী গলফার। আর তাতেই বড় প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শিরোপা জয় নিশ্চিত হয় তার। ক্যারিয়ারের পঞ্চম এলপিজিএ ট্যুর জয় এটি ২৪ বছর বয়সী করডার। ১৭ নম্বর হোলের খেলায় চমক দেখান করডা। দুটি বার্ডি ও একটি বোগি নিয়ে তিনি শেষ পর্যন্ত পারের চেয়ে ৫ শট কম খেলে সমাপ্ত করেন। থাইল্যান্ডের চনবুরি প্রদেশের সিয়াম কান্ট্রি ক্লাবে সবমিলিয়ে ৭২ হোলের খেলা হয়েছে। সার্বিকভাবে পারের চেয়ে মোট ২৫ শট কম খেলেছেন করডা। এটি টুর্নামেন্টের নতুন রেকর্ড। চ্যাম্পিয়ন হওয়ার পর করডা বলেন, ‘এটা আমি বিশ্বাস করতে পারছি না। আজ এতটাই দুর্বোধ্য মনে হচ্ছিল সবকিছু। সে জন্যই আমি শুধু চেষ্টায় ছিলাম বার্ডি করার। নিজেকে ফুরফুরে ও প্রাণবন্ত রাখতে চেয়েছিলাম প্রতিটা মুহূর্তে। কিন্তু তবু স্নায়ুচাপ থেকে মুক্তি পাইনি। রুকি হিসেবে এটাই আমার প্রথম ইভেন্ট। এই সপ্তাহে আমি সত্যিই অনেক বেশি ভাল খেলেছি।’ তৃতীয় রাউন্ডে তিনি ৫টি বার্ডি জেতেন। আর এতেই স্বাগতিক ফেবারিট জুতানুগার্ন বোনদ্বয়ের আশা ধূলিসাৎ হয়ে যায়। অথচ বেশ কিছুদিন আগেও চোয়ালে কঠিন অস্ত্রোপচার করাতে হয়েছিল করডাকে। সেটার পর থাইল্যান্ডের এ আসর দিয়েই আবার গলফে ফিরেছেন তিনি। আর শুরুতেই জিতে গেলেন ১৬ লাখ ডলারের এই টুর্নামেন্ট।
×