ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২২, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো খবর

রোগ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ ফেব্রুয়ারি ॥ গৃহপালিত প্রাণী গরুর এনথ্রাক্স ও ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচী রবিবার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গ্রামের মিলনবাজার ফুটবল মাঠে পালন করা হয়েছে। এ উপলক্ষে ‘একটি গৃহপালিত প্রাণি, একটি অর্থনৈতিক সম্পদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোমরাদহ মানবকল্যাণ বেতার শ্রোতা সংঘ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপরিচালক আব্দুল কাদির এবং গেস্ট অব অনার ছিলেন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। সংগঠনের সভাপতি আরফান আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য এহেসান আলী ও স্থানীয় সাংবাদিক আব্দুর রহমান ও শামসুল আলম। পরে সেখানে স্থানীয় সাতটি মহল্লার পাঁচ শতাধিক গরু ও শতাধিক ছাগলকে বিনামূল্যে এনথ্রাক্স এবং পিপিআর রোগ প্রতিরোধে ভ্যাকসিন দেয়া হয়। মাছের গাড়িতে ইয়াবা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের ১২ হাজার ইয়াবাসহ নুরুল আমিন (২৮) নামে এক কাভার্ডভ্যান চালককে আটক করেছে পুলিশ। ইয়াবা বহনের দায়ে কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। শনিবার রাতে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আটক ভ্যানচালক যুবক উখিয়া পশ্চিম বালুখালীর আজিজুল হক ওরফে জলুর পুত্র। . সংঘর্ষে ৭ জেলে আহত নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৫ ফেব্রুয়ারি ॥ কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে জাল পাতা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সাত জেলে আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচ জনকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে ইলিয়াস, আলিম সিকদার, মিজানুর রহমান, রিয়াজ খলিফা, রুবেল। রবিবার ভোর রাতে কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সমুদ্রের চর বিজয় (হাইরের চর) এলাকায় এ ঘটনা ঘটেছে। এফবি জিদান ট্রলারের মালিক শাহজাহান মিয়া জানান, সাত জেলে নিয়ে তার ট্রলারটি সাতদিন আগে সাগরে মাছ ধরতে যায়। রবিবার ভোরে দু’টি ট্রলারে ২০/২৫ জন জেলে তাদের ট্রলারে হামলা চালায়। লুটে নেয় অন্তত ১০ মণ ইলিশ, ৬টি জাল এবং ৭টি নোঙ্গর। . দুই ছিনতাইকারী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ ফেব্রুয়ারি ॥ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স অনিমা ভৌমিকের হত্যাকারী দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ছিনতাইকারীরা রিক্সা যাত্রী অনিমার ব্যাগ টান দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে পড়ে মারা যান তিনি। আলোচিত এই ঘটনা ফরিদপুরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিভিন্ন সামাজিক সংগঠন অনিমার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচী পালন করছে। হত্যাকারীদের গ্রেফতারে ব্যর্থতায় ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে প্রত্যাহার পর্যন্ত করা হয়েছে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আলোচিত এই হত্যাকারীরা। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের রঘুনন্দনপুর এলাকার ফল ব্যবসায়ী ফারুক শেখের ছেলে মোঃ শরীফুল ইসলাম ওরফে শরীফ এবং ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের মুন্সিবাজার এলাকার মৃত আব্দুস সামাদ মাতুব্বরের ছেলে হাবিবুর রহমান ওরফে টিটু। তবে টিটু বর্তমানে শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়কের একটি বাসায় ভাড়া থাকেন। রবিবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই দুই ছিনতাইকারীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। . বেরোবিতে বইমেলা শুরু নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৫ ফেব্রুয়ারি ॥ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ৬ দিনব্যাপী বইমেলা শুর হয়েছে। রবিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন ও সাংস্কৃতিক সংগঠন রণন আয়োজিত এই বইমেলা প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে চলবে রাত ৮টায় পর্যন্ত। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এ্যান্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের শিক্ষক উমর ফারুক জানান, এবারের বই মেলায় ২১ প্রতিষ্ঠানের ২৫ স্টল থাকছে। এছাড়া বইমেলায় প্রতিদিন গ্রন্থ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। . রেলওয়ের ৬৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে তৈরি করা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার দুপুরে জেলা প্রশাসন ও রেলওয়ের যৌথ অভিযানে শহরের বিলাসদী, ব্রাহ্মন্দী ও বানিয়াছল এলাকার প্রায় ৬৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান, রেলওয়ের সহকারী এস্টেট অফিসার এবং ভূমি ইমারত শাখার ডেপুটি কমিশনার মোঃ অহিদুন্নবী, কানুনগো ইকবাল মাহমুদ, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আলী উপস্থিত ছিলেন। রেলওয়ে কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকা আসছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও। এরই ধারাবাহিকতায় এডিপির অর্থায়নে রেল খাতের কয়েকটি চলমান প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি ভৈরব রেল সেতু পরিদর্শন করবেন। এ জন্য রেল লাইনের পাশে অবৈধ দখলকারিদের উচ্ছেদ অভিযান চালানো হয়। এ ব্যাপারে ভূমি ইমারত শাখার কানুনগো ইকবাল মাহমুদ বলেন, আমাদের জানা মতে নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে তৈরি করা হয়েছে ৩১২টি অবৈধ স্থাপনা। এডিবির চেয়ারম্যান ভৈরব যাবেন। . কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ ফেব্রুয়ারি ॥ ভাঙ্গা উপজেলা সদরের ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পার্বতী দাসগুপ্ত বৃত্তি ২০১৮ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়। পার্বতী দাশগুপ্ত ট্রাস্টের সদস্য অজয় দাসগুপ্ত শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির টাকা তুলে দেন। বৃত্তিপ্রাপ্তরা হলো এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থী ও নির্বাচনী পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী প্রভাতী শাখার বিজ্ঞান বিভাগের সুতপা বিশ্বাস ও দিবা শাখার বিজ্ঞান বিভাগের ইমরান হাসান এবং অষ্টম থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান পেয়ে উত্তীর্ণ হওয়া প্রভাতী শাখার আয়শা জান্নাত ও দিবা শাখার আকাশ বাড়ৈ। . রড পড়ে শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৫ ফেব্রুয়ারি ॥ সীতাকু-ে রড তৈরির কারখানায় ইসমাইল হোসেন (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল গেট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে অবস্থিত কেএসআরএম স্টীল মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক চুয়াডাঙ্গা জেলার ধামড়হুদা থানার জয়রামপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। জানা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নে রয়েল গেট নামক স্থানে কবির স্টীল রোলিং মিলস্ (কেএসআরএম) রড তৈরির কারখানায় ট্রাকে রড বোঝাই করার সময় অসাবধানবশত রডের বান্ডিল শ্রমিক ইসমাইলের গায়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। . নববধূ হত্যাকারীদের শাস্তি দাবি স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ নববধূ সাথী হত্যাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন সাথীর স্বজন ও এলাকাবাসী। রবিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে প্রেসক্লাবের সামনের স্টেশন সড়কে মানববন্ধন করেন সাথীর স্বজন ও এলাকাবাসী। তারা সাথী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সেøাগান দেন।সংবাদ সম্মেলনে সাথীর বাবা সিরাজুল ইসলাম প্রামানিকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাথীর ফুপাত ভাই আখতারুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিয়ের রাতেই সাথীকে পরিকল্পিতভাবে হত্যা করে সিঁড়িগেটের বাথরুমের তোয়ালেদানির (হ্যাঙ্গার) সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। তিনি সাথী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
×