ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনুকূল চন্দ্রের আবির্ভাব-বর্ষ স্মরণ মহোৎসব

প্রকাশিত: ০৫:২১, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

অনুকূল চন্দ্রের  আবির্ভাব-বর্ষ স্মরণ মহোৎসব

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সৎসঙ্গ, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩০তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শনিবার ভোর ছয় ঘটিকায় শেষ হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল ঠাকুরের প্রতিকৃতিসহ নগরীতে শোভাযাত্রা, সমবেত প্রার্থনা, লীলা কীর্তন, অনুূকূলগীতি, ধর্মসভা ও বাউলগান। শুক্রবার সন্ধ্যায় সৎসঙ্গ রাজশাহী মহানগর শাখার সভাপতি ও প্রাক্তন কর কমিশনার ভগীরথ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্ম সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বক্তব্য রাখেন অধ্যাপক যুগোল কিশোর ঘোষ, পিযূষ কান্তি ঘোষ, অধ্যাপক মোহিত বিশ্বাস, শিক্ষক মনোরঞ্জন বর্মণ। -বিজ্ঞপ্তি।
×