ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্দোলন করে কাউকে মুক্ত করার নজির নেই ॥ হানিফ

প্রকাশিত: ০৫:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

আন্দোলন করে কাউকে মুক্ত  করার নজির  নেই ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৪ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি প্রশ্ন রেখে বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে কাউকে মুক্ত করার নজির পৃথিবীতে কোথাও কি আছে? এটা কি আদৌ সম্ভব? এটা সম্ভব নয় জেনেও বিএনপি আদালতের বিরুদ্ধে আবস্থান নিয়ে আন্দোলনের নামে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জনগণের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য যা করণীয় তাই করবে। এক্ষেত্রে পুলিশ বা সরকারকে দোষারোপ করার কোন যৌক্তিকতা নেই। হানিফ রবিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনে আভিভাবক উৎসব ২০১৮ উপলক্ষে এক বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, এতিমের টাকা আত্মসাতের দায়ে দ-িত হয়ে করাগারে আছেন খালেদা জিয়া। নিম্ন আদালতের রায়ে যদি বিএনপি সন্তুষ্ট না হয়, তাহলে উচ্চ আদালতে যেতে পারে। কিন্তু আন্দোলন করে খালেদাকে মুক্ত করা যাবে না। কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদি হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী প্রমুখ।
×