ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশুর মানসিক বিকাশে স্কাউটিংয়ের বিকল্প নেই ॥ এইচটি ইমাম

প্রকাশিত: ০৫:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

শিশুর মানসিক বিকাশে স্কাউটিংয়ের বিকল্প নেই ॥ এইচটি ইমাম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, শিশুদের শারীরিক-মানসিকভাবে বেড়ে উঠতে স্কাউটিংয়ের বিকল্প নেই। তাই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং আবশ্যিকভাবে গঠন করে তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শিশু শিক্ষার্থীদের প্রতি আরও যতœশীল হওয়ারও তাগিদ দেয়া হয়েছে। তিনি রবিবার দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ এলাকায় প্রতিষ্ঠিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মাঠে ৫দিন ব্যাপী ৫ম সিরাজগঞ্জ জেলা জেলা কাব ক্যাম্পুরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা স্কাউটস সভাপতি, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে এবং জেলা স্কাউটস সম্পাদক সরকার ছানোয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কাব ক্যাম্পুরি সাংগঠনিক কমিটির আহ্বায়ক সৈয়দ ইরতিজা আহসান। এ সময় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর,স্থানীয় সরকার বিভাগের প্রধান আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
×