ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩ মার্চ খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা

প্রকাশিত: ০৫:০৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

৩ মার্চ খুলনায় প্রধানমন্ত্রীর  জনসভা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আগামী ৩ মার্চ খুলনা সার্কিট হাউস ময়দানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রবিবার দুপুরে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে বাংলাদেশ আওয়ামী যুবলীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর ও জেলা যুবলীগ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। তিনি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্জন, সমসাময়িক দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির পাশাপাশি জনসভা সফল করতে নেতা-কর্মীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। খুলনা মহানগর যুবলীগ আহ্বায়ক এ্যাডভোকেট সরদার আনিছুর রহমান পপলুর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রদান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি’র সদস্য এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান (এমপি) এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন। বক্তব্য রাখেন যুবলীগের খুলনা জেলা ও মহানগরসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য এক মহাপরীক্ষা। এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে দেশ উন্নয়নের দিকে অগ্রসর হবে কিনা? নির্বাচনের মাধ্যমে পদ্মা সেতু, পায়রা বন্দরসহ যোগাযোগ ক্ষেত্রে উন্নয়নের গতির সিদ্ধান্ত নিতে হবে। আমরা বিদ্যুত চাই, নাকি খাম্ব^া চাই সেই সিদ্ধান্ত নিতে হবে। সবার জন্য স্বাস্থ্য চাই কিনা, সব শিক্ষার্থীর হাতে ১ জানুয়ারি বই চাই কিনা, এসব সিদ্ধান্ত নিতে হবে। নাকি দুর্নীতিবাজ খালেদা জিয়া-তারেক জিয়ার হাতে দেশ তুলে দিতে চাই সে সিদ্ধান্ত নিতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান বলেন, আমাদের সব ভেদাভেদ ভুলে যেতে হবে। এক সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বিশ্ব তাকিয়ে আছে যার দিকে তার নাম শেখ হাসিনা। তিনি বিশ্বের চতুর্থ কর্মঠ সরকার প্রধান। তিনি সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে বিচক্ষণ নেতা বিবেচিত হয়েছেন। শেখ হাসিনাকে তিনি বাঙালী ও বাংলাদেশের হ্যামিলনের বাঁশিওয়ালা হিসেবে আখ্যা দিয়ে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। তার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের কারণে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে। কূটনৈতিক সফলতা এসেছে। হরতাল-নাশকতা বাংলাদেশের রাজনীতি থেকে চিরবিদায় নিয়েছে।
×