ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জবি’কে বাস উপহার দেয়া নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৪:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

জবি’কে বাস উপহার  দেয়া নিয়ে ক্ষুব্ধ  শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) ম্যাকসন্স গ্রুপের পক্ষ থেকে একটি যাত্রীবাহী বাস উপহার দেয়া নিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ শিক্ষার্থীদের আবাসন সঙ্কটের পাশাপাশি রয়েছে তীব্র পরিবহন সঙ্কট। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের জন্য উপহার স্বরূপ পাওয়া পরিবহন ব্যবহার করছে শিক্ষকরা। রবিবার একটি অত্যাধুনিক ত্রিশ আসন বিশিষ্ট বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট হস্তান্তর করলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধদের মধ্যে কয়েকজন ওই বাসটি সাধারণ শিক্ষার্থীদের জন্য বরাদ্দের দাবি জানিয়ে বলেন, ইতোমধ্যে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা কিছুটা লাঘবের লক্ষ্যে মেঘনা গ্রুপ শিক্ষার্থীদের জন্য দুটি বাস এবং শিক্ষকদের জন্য দুটি মাইক্রোবাস উপহার দেয়। কিন্তু জবি প্রশাসন বাসগুলোও বরাদ্দ দিয়েছে শিক্ষকদের। এর পরিবর্তে শিক্ষার্থীদের দেয়া হয়েছে শিক্ষকদের পুরনো দুটি বাস। পরিবহন সঙ্কটে ভোগা শিক্ষার্থীরা এভাবে বাস ‘দখলে’ নেয়ায় ক্ষুব্ধ হয়েছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গাড়ি প্রদানের মাধ্যমে ম্যাকসন্স স্পিনিং মিলস্ লিমিটেড ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঝে অটুট বন্ধন সৃষ্টি হয়েছে। বাসটি প্রাপ্তির ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ সমস্যা অনেকাংশে হ্রাস পাবে।
×