ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নজরদারি থামাতে ফেসবুককে আদেশ

প্রকাশিত: ০৪:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

নজরদারি থামাতে ফেসবুককে আদেশ

ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তাদের ওপর নজরদারি থামাতে ফেসবুককে আদেশ দিয়েছে বেলজিয়ামের এক আদালত। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি ব্যবহারকারীদের যে ডেটা সংগ্রহ করেছে তা অবৈধভাবে করা বলেও আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে। বেলজিয়ামের প্রাইভেসি পর্যবেক্ষকরা বলেছেন, ফেসবুক ট্র্যাকিং কোড বসানোর মাধ্যমে তাদের প্রাইভেসি আইন লঙ্ঘন করেছে। এই ট্র্যাকিং কোড বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে বসিয়ে দেয়। এই রায়ের বিরুদ্ধে ফেসবুক আপীল করবে বলে জানিয়েছে। ফেসবুক যদি এই নির্দেশনা মেনে না চলে তবে সামাজিক মাধ্যমটিকে প্রতিদিন আড়াই লাখ ইউরো জরিমানা গুনতে হবে বলে উল্লেখ করা হয়েছে। আদালতের পক্ষ থেকে বলা হয়, বেলজিয়ামে মানুষের ইন্টারনেট ব্যবহারে নজরদারি ও ডেটা রেকর্ড করার রেওয়াজ ফেসবুককে অবশ্যই বন্ধ করতে হবে। এতদিন পর্যন্ত অবৈধভাবে নেয়া সব ব্যক্তিগত তথ্য ফেসবুককে অবশ্যই মুছে ফেলতে হবে। ফেসবুক আর প্রাইভেসি সুরক্ষা নিয়ে কাজ করা বেলজিয়ান কমিশনের (সিপিপি) মধ্যে চলা দীর্ঘদিনের দ্বন্দ্বে এটিই সর্বশেষ রায়। ২০১৫ সালে সিপিপি মানুষ কোন পেইজ ভিজিট করে, কোথায়, কী ‘লাইক’ বা ‘শেয়ার’ দেয় তা নিয়ে ফেসবুকের তথ্য সংগ্রহের বিরুদ্ধে অভিযোগ করে। -বিবিসি
×