ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম ‘এ্যান্ড্রয়েড গো’ স্মার্টফোন

প্রকাশিত: ০৪:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

প্রথম ‘এ্যান্ড্রয়েড গো’ স্মার্টফোন

স্মার্টফোনগুলোর জন্য সম্প্রতি এ্যান্ড্রয়েডের একটি বিশেষ সংস্করণ তৈরির চেষ্টা শুরু করেছে গুগল। ‘এ্যান্ড্রয়েড গো’ নামের এই সংস্করণচালিত প্রথম ডিভাইসগুলো নিয়ে শুরু হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডব্লিউসিতে দেখানো হবে বলেও ঘোষণা দিয়েছে মার্কিন ওয়েব জায়ান্টটি। প্রথম ‘এ্যান্ড্রয়েড গো’ সংস্করণ ব্যবহার করা স্মার্টফোন হিসেবে স্পেনের বার্সেলোনায় এমডব্লিউসিতে ‘এ্যালকাটেল ১এক্স’ নামের নতুন স্মার্টফোনের ঘোষণা দেবে স্মার্টফোন নির্মাতা ফরাসী প্রতিষ্ঠান এ্যালকাটেল। এ্যালকাটেল ১এক্সে রয়েছে কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর, ১জিবি র‌্যাম, ১৬জিবি স্টোরেজ আর ৫ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে। মাইক্রোইউএসবি দিয়ে চার্জ দেয়া যাবে ডিভাইসটি। ‘এ্যান্ড্রয়েড গো’ সংস্করণ আর মূল এ্যান্ড্রয়েড সংস্করণের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে, ‘এ্যান্ড্রয়েড গো’তে গুগল এ্যাপগুলোর ‘গো’ সংস্করণ চলবে। গুগল এ্যাপ বলতে ইউটিউব, জিমেইল আর গুগল ম্যাপসের এ্যাপগুলোর কথা বলা হচ্ছে। এ্যাপগুলোর ‘গো’ সংস্করণ স্মার্টফোনের জায়গা ও ডেটা কম খরচ করবে। ২০১৭ সালের মে-তে গুগলের ডেভেলপারদের সম্মেলন গুগল আইতে সর্বপ্রথম এ্যান্ড্রয়েড ‘গো’র ঘোষণা দেয়া হয়। এটি হচ্ছে এ্যান্ড্রয়েডের একটি সংস্করণ যা ৫১২এমবি বা ১জিবি র‌্যামের স্মার্টফোনগুলোর মতো সস্তা ও নিম্নমানের স্পেসিফিকেশনের ডিভাইসগুলোতে চলবে। -ওয়েবসাইট
×