ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে ঠিকাদার হত্যা

প্রকাশিত: ০৪:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে ঠিকাদার হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালীতে নাসির কাজী (৪৮) নামে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার সকালে মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানায়, হত্যাকারী ছিল দুই যুবক। আশপাশের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে নাসির কাজী দক্ষিণ মহাখালীর একটি মসজিদে টাইলসের কাজ করাচ্ছিলেন। হঠাৎ দুই যুবক এসে তাকে খুব কাছ থেকে পর পর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব জানান, নাসির পেশায় ঠিকাদার ছিলেন। রবিবার সকালে সে শ্রমিকদের দিয়ে দক্ষিণপাড়া বড় মসজিদে টাইলসের কাজ করাচ্ছিলেন। এ সময় হঠাৎ দুই যুবক খুব কাছ থেকে নাসিরকে লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নাসিরের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে ঠিক কী কারণে কে বা কারা নাসিরকে গুলি করে হত্যা করেছে। তা তদন্ত করা হচ্ছে। পুলিশ জানায়, নিহত নাসির রাজধানীর উত্তরার দক্ষিণখানের মুক্তিযোদ্ধা সেক্টর কার্যালয়ের পাশে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। সম্প্রতি ঠিকাদারের কাজে তিনি মহাখালীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় ওঠেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলার ইদুরপুর ইউনিয়নে। নিহতের পরিবারের দাবি, নিহতের গ্রামের বাড়িতে ২০০৪ সালে সাবেক ইউপি চেয়ারম্যান বিএম খালেক খুন হন। ওই হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন নাসির কাজী। ওই মামলায় নাসিরকে ১৪ মাস জেলও খাটতে হয়। জেল থেকে বের হয়ে নাসির পরিবার নিয়ে ঢাকায় চলে আসেন। নিহতের ছোট ভাই মামুন কাজী জানান, চেয়ারম্যান হত্যা মামলায় জেল খাটার পর আমার ভাই ঢাকায় ভালই দিন কাটাচ্ছিলেন। সম্প্রতি চেয়ারম্যানের স্বজনরা আমার ভাইকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এ ব্যাপারে থানায় জিডি করার প্রস্তুতি নেয়া হয়। কিন্তু জিডি করার আগেই ওরা আমার ভাইকে মেরে ফেললো। নিহতের ভায়রা জসিম জানান, হুমকির বিষয়টি ভাই নাসির তার স্ত্রীর কাছে জানিয়ে গেছেন। তিনি জানান, সম্প্রতি কারা কারা আমার নাসিরকে হুমকি দিয়েছিল, সে তথ্য আমার শ্যালিকার (নাসিরের স্ত্রী) কাছে আছে। তবে নিহতের স্ত্রী সেলিনা আক্তার এ ব্যাপারে কোন কিছু বলতে রাজি হননি। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, এখন আর তাদের কথা বলে কী লাভ? তারা অনেক টাকা-পয়সার মালিক। তাদের সঙ্গে আমরা পারব না। তবে এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এদিকে রবিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নাসির কাজী লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে ফরেনসিক বিভাগে প্রভাষক সহযোগী অধ্যাপক ডাঃ প্রদীপ বিশ্বাস।
×