ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবেক রসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টু আর নেই

প্রকাশিত: ০৪:৩৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

সাবেক রসিক মেয়র  বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ  ঝন্টু আর নেই

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক মেয়র ও সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টু শনিবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। খবর বাসসর। সাবেক মেয়র ঝন্টু স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী রংপুর নগরীর উন্নয়নে ঝন্টুর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘তার মৃত্যু রংপুর তথা সারাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও এলজিআরডি প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাও অনুরূপ শোক জানিয়েছেন। ১৯৫২ সালের ৭ জুলাই রংপুর ইঞ্জিনিয়ার পাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ঝন্টু। তার বাবা মহিউদ্দিন আহম্মেদ, মা জোবেদা খাতুন। কারমাইকেল কলেজে বি. কম পড়ার সময় মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। ১৯৮৭ সালে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন ঝন্টু। এরপর ১৯৯২ সালে রংপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও জয়ী হন গঙ্গাচড়া আসন থেকে। ২০১২ সালে রংপুর পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর প্রথম নির্বাচনেই জয়ী হন ঝন্টু।
×