ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরের ঝিনাইগাতীতে প্যাসিফিক ক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:২২, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

শেরপুরের ঝিনাইগাতীতে প্যাসিফিক ক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সংস্কৃতি ডেস্ক ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় দি-প্যাসিফিক ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্প্রতি ‘প্যাসিফিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৮’ এর আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় ঝিনাইগাতী উপজেলার প্রায় ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৫ জনকে প্যাসিফিক পদক ও সম্মাননা পত্র প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে একটি করে গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদে প্যাসিফিক পদক প্রদান করেন শেরপুর-৩ এর সংসদসদস্য এ কে এম ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি-প্যাসিফিক ক্লাবের সভাপতি, নাট্য নির্মাতা আবু রায়হান জুয়েল।
×