ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এ্যানিমেশন কার্টুন উৎসব শুরু ১ মার্চ

প্রকাশিত: ০৪:২১, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

এ্যানিমেশন কার্টুন উৎসব শুরু ১ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ ‘শিশুরা সাজাবে নতুন পৃথিবী’ শ্লোগানে আন্তর্জাতিক এ্যানিমেশন কার্টুন উৎসব শুরু হচ্ছে আগামী ১ মার্চ। ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পঞ্চমবারের মতো এ উৎসবের আয়োজন করেছে চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশ। উৎসব সহযোগিতায় রয়েছে ইফাদ এ্যাগি। চার দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশ সহ ১৮টি দেশের ১১৩টি শিশুতোষ এ্যানিমেশন কার্টুন প্রদর্শন হবে। এ উপলক্ষে রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, শিশু-কিশোরদের জন্য এ উৎসব উন্মুক্ত। এ উৎসবে বিভিন্ন স্কুল থেকে ৪০ জন শিশু প্রতিনিধিকে আমন্ত্রন জানানো হয়েছে। এদিন বিকেল ৪টায় উৎসব উদ্বোধন করবেন সংসদ সদস্য নাঈম রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক আলী ইমাম। এছাড়া বিশেষ অতিথি থাকবেন ইফাদ মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেডের এমডি তানভীর আহমেদ। আগামী ২ ও ৩ মার্চ বেলা ৩টায় রয়েছে শিশু কিশোরদের দক্ষতা উন্নয়নে দর্শকের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্ব। এছাড়া ঢাকার ২০ মাধ্যমিক স্কুল, ১২ টি মাধ্যমিক কলেজ, ১০ বিশ্ববিদ্যালয়, ১১ টি এনজিও স্কুল, ১২ টি শিশু সংগঠন, ৮টি লোকাল এনজিও এবং ১২টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উৎসবে অংশগ্রহন করবে। ৪ মার্চ উৎসবের শেষ দিন বিকাল ৫টায় বিজয়ী নির্মাতা, শিশু সংগঠনকে পুরস্কার প্রদান করা হবে।
×