ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীদেবীর বিদায়ে ঢালিউডে শোক

প্রকাশিত: ০৪:২০, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

শ্রীদেবীর বিদায়ে ঢালিউডে শোক

খবরটার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। সত্যি নাকি? গুজব না তো? এমনটাই ছিল প্রথম প্রতিক্রিয়া। তাই কেউ টিভি খুলে ফেলেছেন। কেউ ওয়েব নিউজ সার্চে। হ্যাঁ, সত্যিই চলে গিয়েছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী। দুবাইতে ছিলেন অভিনেত্রী। সেখানেই শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ হার্ট এ্যাটাক। সব শেষ। মাত্র ৫৪ বছর বয়সে। তার মৃত্যুতে শোকাহত বলিউডসহ বাংলাদেশ। প্রতিক্রিয়া জানালেন দেশের কয়েকজন অভিনয়শিল্পী। তাদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছেন গৌতম পা-ে। ববিতা : যখন শুনলাম শ্রীদেবী আর নেই, প্রথমদিকে বিশ্বাস করতে পারছিলাম না। আই এ্যাম রিয়েলি শকড। ওনার মতো একজন অভিনেত্রীর চলে যাওয়া মানে চলচ্চিত্র জগতের একটি অধ্যায়ের সমাপ্তি। আমি দারুণভাবে ওনার অভিনয় পছন্দ করতাম। বিশেষ করে উনি চোখের যে কাজ অভিনয়ের মধ্যে ফুটিয়ে তুলতেন, এটা আমাকে খুব আকর্ষণ করত। কারও যাবার সময় হলে সে যাবেই। এখানে কোন প্রশ্ন আসে না কেন গেল, কি জন্য গেল? চম্পা : শ্রীদেবীর চলে যাওয়া বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দারুণ ক্ষতি হলো। কেননা ওনার মতো একজন অভিনেত্রী ইতিপূর্বে সেখানকার ইন্ডাস্ট্রিতে আসে নাই এবং আসবেও না। আমি শুধু নয়, যারা চলচ্চিত্রকে ভালবাসে আমার মনে হয় সবার প্রিয় ছিলেন শ্রীদেবী। ওনার অভিনয়শৈলী তখন এবং এখনকার অনেক অভিনেত্রীও অনুসরণ করে। চলচ্চিত্র নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল। ইলিয়াস কাঞ্চন : শ্রীদেবীর অনেক ছবি আমি দেখেছি। তিনি আমাদের সহকর্মী না হলেও চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন। দেখতে যেমন সুন্দরী ছিলেন, অভিনয়েও তেমন পারদর্শী ছিলেন। যে যাবার সে তো যাবেই, তাকে তো আর ধরে রাখা যাবে না। তবে বলিউড চলচ্চিত্রের জন্য ক্ষতিতো অবশ্যই। কারণ নতুন করে তো আর শ্রীদেবী জন্মাবে না। সুচন্দা : আমার যেসব শিল্পীর পছন্দ শ্রীদেবী তাদের মধ্যে একজন। সকালে যখন শুনলাম শ্রীদেবী নেই, হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য স্তম্ভিত হয় গেলাম। আচমকা এ ধরনের খবরের জন্য প্রস্তুত ছিলাম না। ভীষণভাবে শকড হলাম। হঠাৎ করে তার মৃত্যু সংবাদ যেন বিদ্যুত চমকানোর মতো লাগল। তার অভিনয়ের তো তুলনা হয় না। খুব ভাল লাগত তার অভিনয়। বিশেষ করে তার চোখ ও ঠোঁটের অভিব্যক্তি আমার কাছে অসাধারণ লাগত। খুব ভাল নাচতে পারতেন। আমি তার মৃত্যুতে ব্যক্তিগতভাবে ব্যথিত। সোহেল রানা : যদিও শ্রীদেবী আমাদের দেশের কোন অভিনেত্রী নয় এবং তিনি খুব বড় মাপের অভিনেত্রীও নয়। দেখতে সুন্দরী ছিলেন, অভিনয় করে জনপ্রিয়তাও পেয়েছেন। তবে এটা বলা যায় তার অকাল মৃত্যু কেউই কামনা করবে না। হঠাৎ করে তার এই মৃত্যুতে আমি খুবই দুঃখ পেয়েছি।
×