ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে অস্ত্রসহ জেএমবির তিন জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

রাজশাহীতে অস্ত্রসহ জেএমবির তিন জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আরও তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার ভোররাতে জেলার পুঠিয়া উপজেলার জামিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন জঙ্গী হলো- শরিফুল ইসলাম ওরফে শরিফ (৪৫), জাকারিয়া হোসেন ওরফে জাক্কার (৪৩) ও আতাউর রহমান ওরফে আহসান হাজি। এরমধ্যে শরিফুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে। আর আতাউর ও জাকারিয়া একই উপজেলার চাকলা গ্রামের বাসিন্দা। ফিরতেও পারে টেসলা গাড়িটি মহাকাশে বিচরণ শেষে টেসলা রোডস্টার গাড়িটির আবার পৃথিবীর বুকে ফিরে আসার ‘ক্ষীণ শঙ্কা’ দেখা দিয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটে মহাকাশে পাঠানো হয় লাল রঙের রোডস্টার। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আরিজোনায় উচ্চ ক্ষমতার টেলিস্কোপ দিয়ে মহাকাশে গাড়িটি দেখতে পেয়েছেন নক্ষত্র বিজ্ঞানীরা। -সিএনবিসি ভুয়া সংবাদ শনাক্তে গেম ইউনিভার্সিটি অব কেমব্রিজে নতুন একটি গেম বানানো হয়েছে যেটি অনলাইনে কীভাবে ভুয়া সংবাদ ছড়ায় সেটি বুঝতে সহায়তা করবে। ‘ব্যাড নিউজ’ নামের এই গেম গেমারকে একটি সামাজিক মাধ্যম বানাতে দেয়। নির্মাতারা বলেছেন, তারা চান গেমটি ভুয়া সংবাদের বিরুদ্ধে ‘প্রতিষেধক’ হয়ে উঠবে। গেমটিতে তারকা ব্যক্তিত্বের রূপ নেয়া আর ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে অর্জন বাড়ে গেমারদের। -বিবিসি
×