ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ০৪:১২, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায়

বিআরটিএর ৩টি ভ্রাম্যমাণ আদালত রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় বিভিন্ন অনিয়ম/অপরাধের অভিযোগে ৯২টি মামলায় ১ লাখ ৬৭ হাজার ৪ শত টাকা জরিমানা আদায়, ১টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ এবং ৫টি মোটরযানের কগজপত্র জব্দ করেছে। এর মধ্যে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমানের নেতৃত্বে শ্যামলী (শিশুমেলা) এলাকায় অনিয়মের অভিযোগে ২৪টি মামলায় ৩৬,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে রমনা এলাকায় অনিয়মের অভিযোগে ২৬টি মামলায় ৫৭,৫০০/- টাকা জরিমানা আদায়, ১টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ এবং ৫টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর নেতৃত্বে মানিক মিয়া এভিনিউ এলাকায় ২৩টি মামলায় ১৮,৪০০/- টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম সুজনের নেতৃত্বে ঢাকার ইকুরিয়া এলাকায় ১৯টি মামলায় ৫৫,৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়। -বিজ্ঞপ্তি
×