ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:১২, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

বাল্যবিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর ॥ প্রতিমন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সরকার বাল্যবিবাহের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে আইন প্রণয়নসহ নানাবিধ কাজ চালিয়ে যাচ্ছে সরকার। দরিদ্রতা, নিরাপত্তাহীনতা ও সামাজিক অসচেতনতার অভাবে বাল্যবিবাহ সংঘটিত হয়। প্রতিমন্ত্রী বলেন, দরিদ্র পরিবারের ১৫-১৮ বছরের মেয়েদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং ভাতা প্রদানের কার্যক্রম হাতে নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এর লক্ষ্য তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা এবং আয়বর্ধক ব্যবসায় উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। তিনি রবিবার সকালে রাজধানীর সিরডাপ মিলয়াতনে সরকার এবং ইউনিসেফের যৌথ আয়োজনে “এ্যা স্কোপিং এ্যানালিসিস অব বাজেট এ্যালোকেশন ফর চাইল্ড মেরিজ ইন বাংলাদেশ” শীর্ষক গবেষণা ফলাফলের মোড়ক উন্মোচনের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেস্মিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু প্রমুখ। -বিজ্ঞপ্তি
×