ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন

প্রকাশিত: ০৪:১০, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারের সাবেক সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক অধিশাখার উপ-সচিব মোঃ রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পেলেই হেদায়েত উল্লাহ আল মামুন জনতা ব্যাংকে যোগ দেবেন। এর আগে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্বপালন করেন হেদায়েত উল্লাহ আল মামুন। ২০১৭ সালের ৪ অক্টোবর তিনি অবসরে যান। তারও আগে তিনি সিনিয়র সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। রংপুরে ৭ দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরে ৭ দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধন করা হয়েছে । রবিবার বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে এই মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মিজান, জেলা পরিষদের চেয়ারম্যন এ্যাডভোকেট সাফিয়া খানম, রংপুর চেম্বার সভাপতি সোহবার চৌধুরী টিটু। মেলায় রংপুর বিভাগের ৭৫টি এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই মেলায় অংশ গ্রহণ করে।
×