ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বড় দরপতন

প্রকাশিত: ০৪:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারে বড় দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৭৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই কমেছে ২৪৩ পয়েন্ট। বেশিরভাগ কোম্পানির দর কমলেও তালিকাভুক্ত ব্যাংকগুলোর দর হারিয়েছে বেশি। যার কারণে সূচকেও নেতিবাচক প্রভাব বেশি পড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৩৮৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৯৪ কোটি ৩৭ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৯ কোটি ৬৬ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২৪৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর মাত্র ১০ মিনিটের মধ্যেই শেয়ার বিক্রির আদেশ বাড়তে থাকে। এরপর আর সূচকের তীর ওপরে উঠে আসেনি। দিনশেষে শুধু বিনিয়োগকারীদের হতাশা আরও বাড়িয়েছে। সারাদিনের পতন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৭৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪২ পয়েন্টে। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১০ পয়সা বা দশমিক ৬১ শতাংশ। দিনটিতে শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৮ বারে এক লাখ ৭৭ হাজার ৯৯৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ লাখ টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩৯ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৯৩ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৭৯ বারে ৪৭ হাজার ৫৫০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৮ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা আজিজ পাইপসের ৭ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ১৯ শতাংশ দর বেড়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালি আঁশ, ইবনে সিনা, এ্যাপেক্স স্পিনিং, জেএমআই সিরিঞ্জ এ্যান্ড মেডিক্যাল ডিভাইস, এ্যাপেক্স ফুড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। অন্যদিকে দিনটিতে দরপতনের শীর্ষে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৪ টাকা ৯০ পয়সা বা ১০ দশমিক ৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১২৭ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন এক হাজার ৪১১ বারে কোম্পানির ৪ লাখ ১৩ হাজার ২৭১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩১ লাখ টাকা। দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৬৩ শতাংশ দর কমেছে। কোম্পানিটি সর্বশেষ ১৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৬৭ বারে ১০ লাখ ৬২ হাজার ৮৬৭টি শেয়ার লেনদেন করেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯০ পয়সা বা ৬ দশমিক ৪৭ শতাংশ দর কমেছে। দরপতনের অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, বিবিএস ক্যাবলস, ড্যাফোডিল কম্পিউটার্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ফাইন ফুড, মেট্রো স্পিনিং ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৫ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির শেয়ার দর।
×