ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

বিনামূল্যে চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অসহায় ও দারিদ্র্য সহস্বাধিক মানুষের মাঝে রবিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে ডোমার উপজেলা আজিজার মিয়ার হাট চত্বরে। ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনির আর্থিক সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য সহায়তার এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। রংপুর ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ হযরত আলী ও সম্পাদক ডাঃ দাউদুর রহমানের নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে ছিলেন ডাঃ মোস্তফা নাহিদুল হক, ডাঃ পলাশ কুমার রায়, ডাঃ রিফাত মনির, ডাঃ মোইমুন্নাহার, ডাঃ কাজী মাহমুদা আক্তার, ডাঃ ইসরাত জেবিন, ডাঃ শেখ সাইফুল ইসলামসহ ১২ জনের একটি দল। নাক, কান, গলা, বাত-ব্যথা, মেডিসিন, গাইনী, এলার্জি, চর্ম ও যৌনসহ বিভিন্ন রোগের প্রায় সহ¯্রাধিক রোগীর চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। ‘রত্নগর্ভা মা’ সম্মাননা নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৫ ফেব্রুয়ারি ॥ মীরসরাইয়ে ‘রতœগর্ভা মাদের সম্মাননা ও মেধাবৃত্তি পুরস্কার প্রদান করা হয়েছে। উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম মিরসরাইয়ের ৭ বছর পূর্তি’ উপলক্ষে রবিবার সকালে জোরারগঞ্জ জলসা কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। এ সময় ১৮ রতœগর্ভা মাকে সম্মাননা ও দুই গুণীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১০৩ জনকে মেধাবৃত্তি পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রাজীব দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। আরও বক্তৃতা করেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, কিøফটন গ্রুপের পরিচালক এমডি. এম মহিউদ্দিন চৌধুরী, মহাকবি কাইয়ুম নিজামী প্রমুখ।
×