ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরএমপির নয়া ৮ থানায় কার্যক্রমে ওসি নিযুক্ত

প্রকাশিত: ০৩:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

আরএমপির নয়া ৮ থানায় কার্যক্রমে ওসি নিযুক্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে রাজশাহী মহানগরীর নবগঠিত ৮ থানার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১ মার্চ থেকেই এসব থাকার কার্যক্রম শুরু হবে। এরইমধ্যে এসব থানায় ওসিদের নিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে আরএমপির সদর দফতর থেকে নবগঠিত আটটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। রাজশাহী মহানগর (আরএমপির) পুলিশের কমিশনার মাহাবুবর রহমান পিপিএম স্বাক্ষরিত আদেশে নতুন আট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির খবরের সত্যতা নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, মহানগর এলাকার নবগঠিত আটটি থানার কার্যক্রম শুরু করতে নতুন আটটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে নগরীর মতিহার থানার বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত মেহেদী হাসান রন্টুকে কাটাখালি থানায়, মতিহার থানায় শাহাদৎ হোসেন খান, চন্দ্রিমা থানায় হুমায়ুন কবির, পবায় এসএম মাসুদ পারভেজ, কাশিয়াডাঙ্গা থানায় রবিউল ইসলাম এবং দামকুড়া থানায় আব্দুল লতিফকে নিযুক্ত করা হয়েছে। এই পাঁচ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হলেও বাকি তিনটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা না দিয়ে পরিদর্শক (তদন্ত) হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বেলপুকুর থানায় পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলাম, কর্নহার থানায় পরিদর্শক (তদন্ত) ইমাম জাফর, বিমানবন্দর থানায় পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম বদলি করা হয়েছে। তবে পরিদর্শক (তদন্ত) হিসেবে যাদের বদলি করা হয়েছে তারাও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
×