ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্যবহারিক পরীক্ষা

টাকা না দেয়ায় খাতা ছুড়ে ফেললেন শিক্ষক ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

টাকা না দেয়ায় খাতা ছুড়ে ফেললেন শিক্ষক ॥ প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৫ ফেব্রুয়ারি ॥ চলতি এসএসসির ব্যবহারিক পরীক্ষায় ঘুষ বাণিজ্য করার অভিযোগ মিলেছে। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের মাধ্যমে খাতা তৈরি না করা ও দাবি করা ঘুষ না দেয়ায় অর্ধশত পরীক্ষার্থীর খাতা মুখের উপর ছুড়ে ফেলে দেয়া ও অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বগুড়ার সান্তাহার শহরের স্বনামখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান বিপি উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগে জানা গেছে, আগামী ৩ মার্চ ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দুই শ’ পরীক্ষার্থীর ‘তথ্য যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ের ব্যবহারিক পরীক্ষার দিন ধার্য আছে। এই দুই শ’ পরীক্ষার্থীর মধ্যে দেড় শতজনের কাছ থেকে জনপ্রতি তিন শ’ত টাকা করে ঘুষ নিয়ে ব্যবহারিক খাতা প্রস্তুত করে দিয়ে ওই বিষয়ের শিক্ষক মাহফুজুর রহমান মুকুল রবিবার খাতাগুলো জমা নেন। কিন্তু অবশিষ্ট ৫০ পরীক্ষার্থী নিজেরা খাতা প্রস্তুত করে নিয়ে এসে জমা দিতে গেলে, ওই শিক্ষক তাদের উপর ক্ষিপ্ত হন এবং জনপ্রতি ৫শ’ টাকা ঘুষ দাবি করেন। পরীক্ষর্থীরা ঘুষ দিতে অস্বীকার করলে তিনি অশ্লীল ভাষায় গালাগালি দেয়ার একপর্যায়ে খাতাগুলো তাদের মুখের উপর ছুড়ে দেন এবং বিদ্যালয় থেকে চলে যান। তাৎক্ষণিক ভাবে ওই পরীক্ষার্থীদের অভিভাবকরা ঘটনা জানতে পেরে বিদ্যালয়ে সমবেত হয়ে ঘুষখোর ও গালিবাজ ওই শিক্ষকের উপযুক্ত বিচার দাবি করে বিক্ষোভ করতে থাকে। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন তালুকদার এবং পরিচালনা কমিটির সদস্য শাহিনুর রহমান মন্টি এবং ডিএম দুলাল হোসেন ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ব্যবহারিক খাতা জমা নেয়া এবং প্রাপ্ত নম্বর দেয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাহফুজুর রহমান মুকুল পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
×