ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চানখালী খালে পরিত্যক্ত ব্রিজ ॥ নৌ চলাচল বিঘ্নিত

প্রকাশিত: ০৩:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

চানখালী খালে পরিত্যক্ত ব্রিজ ॥ নৌ চলাচল বিঘ্নিত

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৫ ফেব্রুয়ারি ॥ পটিয়ার চানখালী একটি গুরুত্বপূর্ণ খাল। এ খাল দিয়ে প্রতিদিন লবণ বোঝাই মালসহ বিভিন্ন নৌ চলাচল করে থাকে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) একটি বেইলি ব্রিজের কারণে দুই বছর ধরে নৌ চলাচল বিঘিœত হচ্ছে। জোয়ার-ভাটার এ খালে বেইলি ব্রিজ এলাকায় নৌ পারাপার সম্পূর্ণ বন্ধ থাকে। কর্ণফুলী নদীর শাখা চানখালী খালে প্রতিদিন বেশকিছু লবণ বোঝাই বোট যাতায়াত করে থাকে। ২০১৫ সালের ২৬ ডিসেম্বর ওই খালের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত চন্দ্রকলা শেখ কামাল গার্ডার ব্রিজ নির্মিত হয়। ব্রিজটি চালু করা হলেও দীর্ঘ দুই বছর ধরে এলজিইডি ও সড়ক-জনপথের রশি টানাটানিতে খালের ওপর বেইলি ব্রিজটি সরানো হচ্ছে না। উপজেলার পাঁচুরিয়ার মোড় থেকে ৬ কিলোমিটার ধলঘাট ক্যাম্প পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের রাস্তা থাকলেও পরবর্তীতে বেইলি ব্রিজ ছাড়া রাস্তাটি এলজিইডির অধীনে হস্তান্তর করা হয়। জানা গেছে, উপজেলার পাঁচুরিয়া মোড় থেকে শুরু করে দীর্ঘ ৬ কিলোমিটার রাস্তা ও একটি বেইলি ব্রিজ সড়ক ও জনপথ বিভাগের ছিল। অবশ্যই পরবর্তীতে বেইলি ব্রিজ ছাড়া রাস্তা এলজিইডিকে হস্তান্তর করা হয়। পটিয়া লবণশিল্প নগরীতে অর্ধ শতাধিক লবণ মিল রয়েছে। এতে কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, পেকুয়া, চকরিয়া ও চট্টগ্রামের বাঁশখালী থেকে অপরিশোধিত ক্রুড লবণ ইঞ্জিন চালিত বোটের মাধ্যমে চানখালী খাল হয়ে পটিয়া লবণশিল্প নগরীতে আনা হয়। বেইলি ব্রিজের কারণে ইঞ্জিন চালিত বোট চলাচলে ব্যাহত হওয়ার বিষয়টি ইতোপূর্বে সংশ্লিষ্টদের লবণ মিল মালিকরা অবহিত করেও কোন লাভ হয়নি। পরিত্যক্ত বেইলি ব্রিজটি এখান থেকে সরিয়ে নিয়ে উপজেলার ভাটিখাইন-ছনহরা গ্রামের মাঝখানে শ্রীমাই খালের ওপর ঠেগরপুনি ব্রিজে ব্যবহার করার জন্য প্রস্তাব দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। পটিয়া ইন্দ্রপুল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই জানিয়েছেন, তাদের সমিতির অর্থায়নে বেইলি ব্রিজটি নির্মাণ করলেও বর্তমানে এটি সরিয়ে নিতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কিংবা এলজিইডি কেউ উদ্যোগ নিচ্ছে না। যার কারণে লবণ বোঝাই মাল ছাড়াও বিভিন্ন ধরনের বোট প্রতিদিন আটকে যাচ্ছে। এলজিইডির পটিয়ার উপসহকারী প্রকৌশলী শংকর দে জানিয়েছেন, ৬ কিলোমিটার রাস্তা ও একটি বেইলি ব্রিজ সওজের হলেও তা পরবর্তীতে এলজিইডির কাছে হস্তান্তর করা হয়। তাছাড়া বেইলি ব্রিজটি এখান থেকে সরিয়ে নিয়ে ঠেগরপুনি ব্রিজে স্থানান্তর করার প্রস্তাব দিয়েছেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। তবে লিখিতভাবে না পাওয়ার কারণে তা সরানো যাচ্ছে না।
×