ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরমাণু চুক্তি

যুক্তরাষ্ট্রের সব শর্ত প্রত্যাখ্যান ইরানের

প্রকাশিত: ০৩:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রের সব শর্ত প্রত্যাখ্যান ইরানের

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বহাল রাখার জন্য মার্কিন সরকার যেসব শর্ত দিয়েছে তা ভ্রান্ত বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান উল্টো ওই সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। ইয়াহু নিউজ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ শনিবার তেহরানে সাংবাদিকদের বলেন, ‘একটি সমঝোতায় স্বাক্ষরকারী কোন পক্ষ ওই সমঝোতা বাস্তবায়নের জন্য শর্ত আরোপ করতে পারে না। যুক্তরাষ্ট্র এর আগে কিছু শর্ত দিয়েছিল যেগুলো ছিল ভ্রান্ত এবং তাদের নতুন শর্তগুলোও অসমীচীন।’ মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে ওয়াশিংটন ছয়টি পূর্বশর্ত দিয়েছে। চীনা কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ॥ বেজিংয়ের প্রতিবাদ উত্তর কোরিয়ার সঙ্গে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ জানিয়েছে বেজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে। খবর এএফপির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কিত ৫০টির বেশি শিপিং কোম্পানি, নৌযান ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেন। তিনি এ পদক্ষেপকে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ যাবতকালে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর মধ্যে সবচেয়ে কঠোর বলে উল্লেখ করেন। এ নিষেধাজ্ঞা উত্তর কোরিয়া, চীন, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং, মার্শাল দ্বীপপুঞ্জ, তাঞ্জানিয়া, পানামা ও কমোরো দীপপুঞ্জভিত্তিক বা এ দেশগুলোতে নিবন্ধনকৃত কোম্পানিগুলোর ওপর কার্যকর হবে। যুক্তরাষ্ট্র বলেছে, নিষিদ্ধ ঘোষিত পরমাণু ও অস্ত্র কর্মসূচী ত্যাগে পিয়ংইয়ংকে বাধ্য করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
×