ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে ইয়ানুকোভিচকে শক্তিশালী করাই ছিল লক্ষ্য

রুশপন্থী লবিকে গোপনে অর্থ দিয়েছেন ম্যানাফোর্ট

প্রকাশিত: ০৩:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

রুশপন্থী লবিকে গোপনে অর্থ দিয়েছেন ম্যানাফোর্ট

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তে দেখা গেছে রুশপন্থী লবিগুলো গোপনে অর্থ নিয়েছে। রুশ লবিগুলো এ কাজে সাবেক সিনিয়র ইউরোপীয় রাজনীতিকদের কাজে লাগিয়েছে। মার্কিন বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তে এসব তথ্য উঠে এসেছে। গার্ডিয়ান। মুলার শুক্রবার ভার্জিনিয়ার একটি আদালতে নতুন কিছু অভিযোগ জমা দিয়েছেন। এতে ‘একজন সাবেক ইউরোপীয় চ্যান্সেলরের’ নেতৃত্বে পরিচালিত ‘হ্যাপসবার্গ গ্রুপ’কে দায়ী করা হয়েছে। বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ক্যাম্পেন ম্যানেজার পল ম্যানাফোর্ট তাদের অর্থ দিয়েছিলেন। ২০১২ ও ১৩ সালে এসব অর্থ পরিশোধ করা হয়। ম্যানাফোর্ট তখন ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ও তার মস্কোপন্থী পার্টি অব রিজিয়ন্সের পক্ষে কাজ করেন। মুলার উল্লেখ করেছেন, ইউক্রেনের রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য ম্যানাফোর্ট ও তার ব্যবসায়িক অংশীদার রিক গেটস ইউরোপীয় রাজনীতিকদের গোপন একটি গ্রুপকে নিজেদের অনুকূলে ধরে রাখেন। এছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে লবি করাও তাদের আরেকটি উদ্দেশ্য ছিল। রিক গেটস ট্রাম্পের ক্যাম্পেনের দায়িত্বও পালন করেছেন। ইউক্রেন সরকারের কর্মকা- নিরপেক্ষভাবে মূল্যায়ন করার জন্য তাদের নিয়োজিত করা হয়। সাবেক অস্ট্রো-হাঙ্গেরিয়ান রাজ পরিবার হাবসবুর্গের নামানুসারে সিনিয়র ইউরোপীয় রাজনীতিকদের গ্রুপটির নামকরণ করা হয় ‘হ্যাপসবার্গ গ্রুপ’। এই উদ্যোগের অংশ হিসেবে ২০১২ সালের জুনে ম্যানাফোর্ট ইউরোপের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও রাজনীতিকদের নিয়ে ‘আইস অনলি’ ও ‘সুপার ভিআইপি’ নামে গোপন গ্রুপ তৈরি করেন। প্রভাবশালী এসব লোকদের কাজ ছিল ইউক্রেন সরকারের সঙ্গে বাহ্যিকভাবে সম্পর্ক না রেখেও সরকারের কর্মকা-ে প্রভাব বিস্তার করা। ম্যানাফোর্টের ওই সময় লেখা মেমো থেকে এটি জানা গেছে। এই গ্রুপে ‘একজন সাবেক ইউরোপীয় চ্যান্সেলর’কেও অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছিল। মুলারের অভিযোগে তাকে ‘ফরেন পলিটিশিয়ান এ’ নামে অভিহিত করা হয়েছে। জার্মানি ও অস্ট্রিয়ার সরকার প্রধানদের মূলত চ্যান্সেলর বলা হয়। উল্লেখিত ব্যক্তি অস্ট্রিয়ার সাবেক চ্যান্সেলর আলফ্রেড গুসেনবাউয়ের হয়ে থাকতে পারেন এতে ইঙ্গিত করা হয়। তিনি ২০১৩ সালে কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্যের সঙ্গে সাক্ষাত করেছিলেন। ওই সময় তার সঙ্গে ছিলেন মার্কারি নামে একটি কোম্পানির দুজন লবিস্ট। ওই কোম্পানিটি ছিল ব্রাসেলস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান সেন্টার ফর এ মডার্ন ইউক্রেনের একটি লবি ফার্ম। মুলারের দফতর জানিয়েছে, ইয়ানুকোভিচের পক্ষে কাজ করার জন্য ম্যানাফোর্ট ও গেটস ওই গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। গুসেনবাউয়ের ২০০৭-০৮ সালে অস্ট্রিয়ার চ্যান্সেলর ছিলেন। অস্ট্রিয়ান প্রেস এজেন্সিকে তিনি বলেছেন, ইয়ানুকোভিচ বা তার পার্টি অব রিজিয়ন্সের পক্ষ হয়ে তিনি কখনও কাজ করেননি। তবে ইউক্রেনে ইউরোপমুখী ধারার পক্ষে কাজ করেছেন বলে গুসেনবাউয়ের জানিয়েছেন।
×