ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পূর্বের ঋণ আমানতের সীমা বহাল রাখার দাবি

প্রকাশিত: ০৩:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

পূর্বের ঋণ আমানতের সীমা বহাল রাখার দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের আমানত ও ঋণের অনুপাত সীমা (এডিআর) বহাল রাখার দাবি জানিয়েছে ব্যাংক খাতের উদ্যোক্তারা। নতুন অনুপাত সীমার কারণে বিনিয়োগ কমে যাবে-এমন যুক্তি দেখিয়ে উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নেতারা সম্প্রতি অর্থমন্ত্রী ও গভর্নর বরাবর চিঠি দিয়েছেন। চিঠিতে বিএবি নেতৃবৃন্দরা যেসব দাবি জানিয়েছেন তা হলো, এডিআর আগের অবস্থায় ফেরানো, চাহিদার পরিপ্রেক্ষিতে বিশেষ ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার সরবরাহ বৃদ্ধি, আবাসন খাতের ঋণের বিপরীতে সঞ্চিতি রাখার বিধান পুরোপুরি তুলে দেওয়া এবং এডিআর সীমা থেকে কৃষি ঋণকে বাদ দেওয়া। এ ছাড়া বেসরকারি ব্যাংক থেকে সরকারি প্রতিষ্ঠানের তহবিল প্রত্যাহার বিষয়েও সরকারের হস্তক্ষেপ কামনা করেন বিএবির নেতারা। এর আগে একই বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হস্তক্ষেপ চেয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর ফজলে কবির।
×