ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী ভার্সিটিতে ভলিবল খেলতে গিয়ে ঢিলে আহত ঢাবি ছাত্ররা

প্রকাশিত: ০৭:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

পটুয়াখালী ভার্সিটিতে ভলিবল খেলতে গিয়ে ঢিলে আহত ঢাবি ছাত্ররা

বিডিনিউজ ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভলিবল খেলতে গিয়ে স্বাগতিক দলের সমর্থকদের ছোড়া ঢিলের আঘাতে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী। শনিবার আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার সেমিফাইনাল চলাকালে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের মদদে এই হামলা হয় বলে অভিযোগ করেছেন আহতরা। ঢাকা বিশ্ববিদ্যালয় দলের ম্যানেজার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান বিডিনিউজকে বলেন, ৫ সেটের খেলার এক পর্যায়ে ২-২ সেটে সমতা ছিল। তখন স্বাগতিক দলের সমর্থকরা আমাদের ওপর হামলা করে। পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেখান থেকে ইট, পাথরের টুকরা ছোড়া হয় আমাদের ওপর। এ অবস্থায় আমাদের পক্ষে খেলা আর সম্ভব ছিল না বলে আমরা সেখান থেকে চলে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় টিমের খেলোয়াড় হাসান আল মামুন বলেন, ওরা বৃষ্টির মতো পাথর ছুড়েছে। আমরা সবাই আহত হয়েছি। হামলার মুখে আমরা খেলা ছেড়ে দিতে বাধ্য হই। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোসায়দুল ইসলাম সাদী এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের মদদে হামলা হয় বলে অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে সাদী বলেন, সেখানে আমরা প্রেসিডেন্ট-সেক্রেটারিসহ ছাত্রলীগের সবাই ছিলাম। ওদের ওপর কোন হামলা হয়নি। যোগাযোগ করা হলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ হারুন উর রশিদ বলেন, আমি এখন ঢাকায়। ঘটনাটি আমি শুনেছি। বিশ্ববিদ্যালয়ে ফিরে তদন্ত কমিটি গঠন করে এ ব্যাপারে ব্যবস্থা নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, আমি ঘটনাটি শুনেছি। এটি খুবই নিন্দনীয়। আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা টিম নিয়ে ফিরে এলে তাদের সঙ্গে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব। ঢাকা বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড়দের অভিযোগ, প্রতিপক্ষ পবিপ্রবি টিমের ছয় খেলোয়াড়ের মধ্যে পাঁচজনই সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সদস্য।
×