ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। [email protected] প্রথম অধ্যায় : গুণ ১। গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি? গুণফল = গুণ্য গুণক গুণফল = গুণক গুণ্য গুণফল = গুণ্য + গুণক গুণফল = গুণ্য - গুণক ২। ৮টি কলমের দাম ৩২ টাকা। আমাদের এরূপ ১২টি কলম ক্রয় করতে কত টাকার প্রয়োজন? ৪০ টাকা ৪৪ টাকা ৪৮ টাকা ৪৮ টাকা ৩। চার অংকবিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়? ১, ২, ৩, ৪ ৪। ১ হালি কলার দাম ১২ টাকা হলে ৬ হালি কলার দাম কত? ১২ টাকা ৭২ টাকা ৮০ টাকা ১০০ টাকা ৫। একটি বইয়ে ১৪৪টি পৃষ্ঠা আছে। এরূপ ২৫টি বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? ২৪০০ ৩০০০ ৩৬০০ ৪০০০ ৬। একটি দোকানে ৩০টি সাইকেল আছে। প্রতিটি সাইকেলের মূল্য ৪,৮০০ টাকা হলে, সবগুলো সাইকেলের মূল্য কত? ১,৪৪,০০০ টাকা ১,৪৮,০০০ টাকা ১,৫২,০০০ টাকা ১,৫৬,০০০ টাকা ৭। ১ ডজন কলার দাম ৭২ টাকা হলে, অর্ধ ডজন কলার দাম কত? ৩০ টাকা ৩৬ টাকা ৪২ টাকা ৪৮ টাকা ৮। মুন্নি ২য় শ্রেণিতে পড়ে। মুন্নির শ্রেণিতে ৭৯ জন ছাত্রী আছে। প্রত্যেকে ১১০ টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা হবে? ৬৮৯০ টাকা ৮৬৯০ টাকা ৯৮৬০ টাকা ৯৬৮০ টাকা ৯। ১টি কলমের দাম ১০ টাকা। ৫টি কলমের দাম কী করে নির্ণয় করতে হবে? যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগ করে ১০। চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১০০ ৯৯ এর সমান হবে? ৯৯০০ ৯৯৯০ ৯৯৯৯ ১০০০ ১১। ৮০০০ ৫০০ = ; খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? ৪০০০০ ৪০০০০০ ৪০০০০০০ ৪০০০০০০০ ১২। গুণ্য বা গুণকের যেকোনো একটি শূন্য হলে গুণফল কত হবে? ০ ১০ ৯৯ ১০০ ১৩। সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৯৯ সমান কত লিখতে হবে? ৯০ + ৯ ১১ ৯ ১০০ - ১ ৯৫ + ৪ ১৪। দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২০০ কে গুণ করলে গুণফল ১৯৮০০ হবে? ৮৯ ৯১ ৯৫ ৯৯ ১৫। ৮৫৩৬ কে ৯৭২ দিয়ে গুণের সময় কয়টি ধাপে গুণ করতে হয়? ১, ২, ৩, ৪ ১৬। ৯৯৯৯ ৪০০ কে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য সঠিক প্রকাশ কোনটি? ৪০০ (১০০০ + ১) ৪০০ (১০০০ - ১) ৪০০ (১০০০ ১) ৪০০ (১০০০০ - ১) ১৭। এক ব্যক্তির মাসিক বেতন ১৬০০০ টাকা হলে, বাৎসরিক বেতন কত? ১,৮০,০০০ টাকা ১,৮৬,০০০ টাকা ১,৯২,০০০ টাকা ১,৯৮,০০০ টাকা ১৮। আন্নিদের লিচু বাগানে ৫০টি গাছ আছে। প্রতি গাছে ৬০০টি লিচু ধরলে, মোট লিচুর সংখ্যা কত? ৩০০টি ৩,০০০টি ৩০,০০০ টি ৩,০০০০০টি ১৯। ১ রিমে ৫০০ তা হলে, ২০ রিমে কত তা? ১০০০ ১০০০০ ১০০০০০ ১০০০০০০ ২০। ১টি কমলার দাম ১২ টাকা। ৩ হালি কমলার দাম কত? ১২০ টাকা ১২৪ টাকা ১৩৬ টাকা ১৪৪ টাকা উত্তর: ১.ক ২.ঘ ৩.ঘ ৪.খ ৫.গ ৬.ক ৭.খ ৮.খ ৯.গ ১০.ক ১১.গ ১২.ক ১৩.গ ১৪.ঘ ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮.গ ১৯.খ ২০.ঘ।
×