ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস ভাস্কর্য

প্রকাশিত: ০৬:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

ক্যাম্পাস ভাস্কর্য

শোক, শ্রদ্ধা আর ভালবাসায় বেদনার মিনার সাজিয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজধানীর মিরপুরে অবিস্থত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। এ উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচীর মধ্যে ছিলÑ বেদনাময় দিনের স্মরণে কালোব্যাজ ধারণ, প্রভাতফেরি, শোকের মিনারে ফুলেল শ্রদ্ধা অর্পণ, আলোচনা সভা, দেয়ালিকা উম্মোচন, কবিতা পাঠ, ছাত্রÑছাত্রীদের অংশগ্রহণে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ইত্যাদি। ফাগুনের শিশিরভেজা ভোরে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং অমর একুশে সঙ্গীতের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী। এরপর একটি সুদীর্ঘ প্রভাতফেরি শেষে গৌরবের মিনারে ফুলেল শ্রদ্ধা অর্পণ করা হয়। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’- ছাত্রÑছাত্রীদের কণ্ঠে কালজয়ী গানের বেদনাতুর সুরে অনুষ্ঠিত প্রভাতফেরির নেতৃত্ব দেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো, রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়–য়া ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদীপ কুমার ম-ল। ভাষাবীরদের রক্তেভেজা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। কলেজের শিক্ষক শুভবার্তা চাকমা ও মৌসুমী বড়–য়া সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়–য়া। আলোচনায় অংশগ্রহণ করে মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি নিয়ে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদীপ কুমার ম-ল, সহকারী শিক্ষক হামিদুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেনÑ বসন্ত বিকাশ চাকমা, শ্রেয়া চাকমা ও কাফশাদ তাইউশ নূর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে ঘিরে শিক্ষার্থীদের তথ্যসমৃদ্ধ বক্তব্য উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। কবিতা পাঠ পর্বে সুললিত কণ্ঠে কবিতা পাঠ করে সবাইকে মুগ্ধ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদীপ কুমার ম-ল ও একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী আশিকুর রহমান সজীব।আলোচনা সভার প্রধান অতিথি বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলনের আদর্শকে বুকে ধারণ করতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থী ও উপস্থিত সকলকে নতুন স্বপ্নের আহ্বান জানিয়ে বলেন, ভাষা আন্দোলনের আদর্শ, শহীদদের অবদান, দেশপ্রেম ও আত্মত্যাগের মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আমাদের সকলকে দেশগড়ার কাজে আত্মনিবেদিত হতে হবে। ক্যাম্পাস প্রতিবেদক
×