ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস পরিচিতি

সাইবারজায়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিক্যাল সায়েন্সেস

প্রকাশিত: ০৬:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

সাইবারজায়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিক্যাল সায়েন্সেস

বিদেশে স্বল্প খরচে মানসম্মত ডিগ্রী অর্জনের জন্য আপনার পছন্দের দেশ হতে পারে মালয়েশিয়া। বর্তমানে এশিয়ার বৃহৎ এডুকেশনাল হাব হিসেবে রূপ নিয়েছে দেশটি। এখানে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান। সাইবারজায়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিক্যাল সায়েন্সেস তারই একটি। সম্প্রতি মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানটিকে ‘সেতারা’ পাঁচতারকা রেটিং প্রদান করেছে। ‘সেতারা’ হলো মালয়েশিয়ার সরকারী বিশ্ববিদ্যালয়ের রেটিং সিস্টেম যা শিক্ষাদান এবং শিল্প সম্প্রদায়ের সঙ্গে জড়িত অংশগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মক্ষমতা পরিমাপ করে। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী দাতো সেরি ইদ্রিস জুশু এই পাঁচতারকা রেটিং সার্টিফিকেটটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রদান করেন। তাই বর্তমানে সাইবারজায়া বিশ্ববিদ্যালয় কলেজের খ্যাতি সম্পর্কে শিক্ষার্থীদের আস্থা রাখার অন্যতম কারণ এই পাঁচতারকা রেটিং সার্টিফিকেটটি। সাইবারজায়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে। মালেশিয়ার প্রথম স্মার্ট শহর সায়বারজায়ায় অবস্থিত আধুনিক ও সবুজ-বান্ধব এই ক্যাম্পাসটি ৫.৫৪ একর জামির ওপর নির্মিত যেখানে ৫০০০ এর বেশি শিক্ষার্থী একসঙ্গে লেখাপড়া করতে পারবেন। এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে সর্বাধুনিক শিক্ষা সরঞ্জাম। পাশাপাশি বিশ্বমানের শিক্ষকদের আন্তরিক ব্যবহার লেখাপড়ার পরিবেশকে করেছে চমৎকার। যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত সুবিধাজনক। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ২০ মিনিট সড়কপথের দূরত্বে অবস্থিত ক্যাম্পাসটি। বিগত ৫ বছরে চিকিৎসা বিজ্ঞান এবং স্নাতকোত্তর গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়টি এরইমধ্যে স্থানীয়ভাবে বিখ্যাত। এখানকার ফার্মেসি শিক্ষার মান অনন্যসাধারণ। সায়বারজায়ার প্রোগ্রামসমূহ ব্যাচেলর অব মেডিসিন এ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) বিশ্ববিদ্যালয়টি থেকে ইতোমধ্যে ৮০০ জন ডাক্তার পাশ করেছেন। এখানে সমন্বিত এবং স্পাইরাল পাঠ্যক্রমের মাধ্যমে এমবিবিএস প্রোগ্রাম পরিচালিত হয়। যা অত্যন্ত কার্যকর এবং চমৎকার শিক্ষাব্যবস্থা। ব্যাচেলর অব ফিজিওথেরাপি (অনার্স) : এই বিভাগটিতে ২০১৭ সালে বাংলাদেশ ফিজিওথেরাপি এ্যাসোসিয়েশনের ৪০০ জন ফিজিওথেরাপিস্ট তালিকাভুক্ত ছিলেন। এখনও বাংলাদেশের বিশাল জনসংখ্যার পরিচর্যা করার জন্য অনেক ফিজিওথেরাপিস্ট প্রয়োজন। মাস্টার অব বিজনেস এ্যাডমিনিসট্রেশন (এমবিএ) : বিশ্বব্যাংক ২০১৮ সালে বাংলাদেশের জন্য ৬.৪% জিডিপি প্রবৃদ্ধি বরাদ্দ করেছে এবং এজন্য আরও এমবিএ পেশাদারদের প্রয়োজন হবে বলে জানিয়েছে। সাইবারজায়ার এমবিএ পাঠ্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থী যুগোপযোগী বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে তাদের মেডিসিন, ফার্মেসি, সাইকোলজি ফিজিওথেরাপি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, অকুপেশনাল সেফটি এবং হেলথ এ্যান্ড হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স প্রোগ্রামের জন্য ভর্তি কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশী শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একটি বিশেষ ‘বাংলাদেশ ছাত্র বৃত্তি’ প্রকল্পও বিশ্ববিদ্যালয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এদেশের মেধাবী শিক্ষার্থীরা মালেশিয়াতে আন্তর্জাতিক শিক্ষা গ্রহণের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। যোগাযোগঃ িি.িপুনবৎসবফ.বফঁ. ০১৭১৩২৪৩৪২২। মাঈন উদ্দিন
×