ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যারাডোনার মতোই ডেম্বেলে!

প্রকাশিত: ০৬:০৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

ম্যারাডোনার মতোই ডেম্বেলে!

স্পোর্টস রিপোর্টার ॥ টটেনহ্যাম হটস্পার এখন নিজেদের এলাকার বাইরে। ক্রিস্টাল প্যালেসের মাটিতে তারা ম্যাচ খেলতে এসেছে। ইংলিশ প্রিমিয়ার লীগে বেশ ভাল অবস্থানেই আছে মরিসিও পোচেত্তিনোর দল। ২৭ ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লীগ টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে। তাদের এই অবস্থানের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন মিডফিল্ডার মুসা ডেম্বেলে। তার দুর্দান্ত নৈপুণ্যে মুগ্ধ কোচ পোচেত্তিনো প্রশংসার এক পর্যায়ে এ মিডফিল্ডারকে তুলনা করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার সঙ্গে। ম্যানচেস্টার সিটি একচেটিয়া প্রাধান্য ধরে রেখে সবার ধরাছোঁয়ার বাইরে ৭২ পয়েন্ট নিয়ে। তবে তৃতীয় অবস্থান থেকে শুরু করে ৫ নম্বর স্থান পর্যন্ত ব্যবধান মাত্র ৪ পয়েন্টের। এর মধ্যেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড (৫৬), লিভারপুল (৫৪) ও চেলসি (৫৩)। ৫২ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে থাকা টটেনহ্যাম ৭ পয়েন্ট এগিয়ে আর্সেনালের চেয়ে। টটেনহ্যামের এখন পর্যন্ত এমন ভাল একটি অবস্থানে থাকার পেছনে বড় অবদান রেখেছেন ডেম্বেলে। বেলজিয়ান এ তারকার বিষয়ে পোচেত্তিনো বলেন, ‘আমি আগেও বলেছি তার মধ্যে ফুটবলের অগাধ ও অবিশ্বাস্য জ্ঞান রয়েছে। আমি তাকে রোনাল্ডিনহো, ম্যারাডোনা ও জে-জে ওকোচার পরপরই রাখব। এই খেলোয়াড়দের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার। আমার কাছে সে (ডেম্বেলে) ফুটবলের ইতিহাসে অবিশ্বাস্য এক মেধা। এই মুহূর্তে সে খুব বিস্ময়কর এক পর্যায়ে রয়েছে এবং আমার কাছে মনে হয় লোকজন যত প্রশংসা করছে তার সবই পাওয়ার যোগ্য সে।’ পোচেত্তিনোর এই মন্তব্যগুলো অবশ্য অনেকেরই চোখ কপালে তুলেছে। কিন্তু এসব মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ হিসেবেও দেখছেন অনেকে। কারণ পোচেত্তিনো চাইছেন প্রতিপক্ষ দলগুলোর দৃষ্টি এক জায়গায় কেন্দ্রীভূত করার। যেহেতু সুযোগ আছে অবারিত এ কোচ অবশ্যই চাইবেন লিভারপুল ও চেলসিকে টপকে টটেনহ্যামকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠিয়ে আনতে। আর্জেন্টাইন এ কোচের কোন চিন্তা নেই এই মুহূর্তে। তার সঙ্গে পুরো স্কোয়াডই আছে, ইনজুরি শঙ্কা কিংবা কোন প্রকার ঝামেলা ছাড়া। শুধু ডিফেন্ডার টোবি অল্ডারউইয়ারেল্ড হ্যামস্ট্রিং সমস্যার কারণে শেষ পর্যন্ত খেলার উপযুক্ত নাও হতে পারেন। ২৮ বছর বয়সী ডেম্বেলের এই আন্তর্জাতিক সতীর্থ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ দলে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। যদিও এ দুই তারকার চুক্তি নবায়নের ব্যাপারে এখন পর্যন্ত কোন কথা হয়নি। এ বিষয়ে পোচেত্তিনোও কিছু বলতে নারাজ, ‘এটা আমার কাজ নয় এবং আমি এ বিষয়ে কিছু বলতেও পারি না। আমি এ ধরনের সমঝোতায় নেই। গুঞ্জন এবং ক্লাবের আশপাশে যা চলছে কিংবা ঘটছে সে সব নিয়ে আমি কথা বলতে চাই না।’
×