ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ালটন শরীর গঠন শুক্রবার শুরু

প্রকাশিত: ০৬:০৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

ওয়ালটন শরীর গঠন শুক্রবার শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ‘বিএবিবিএফ মিস্টার ঢাকা ও মাস্টার ঢাকা উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতা।’ জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে ২ মার্চ শুরু হয়ে ৪ মার্চ চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের উদ্যোগে ও সাউথ পয়েন্ট ফিটনেস জোনের আয়োজনে এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার এটিএন বাংলা। পাওয়ার স্পন্সর ভিআইপি স্পোর্টস এ্যান্ড ফিটনেস। রেডিও পার্টনার জাগো এফএম ৯৪.৪ ও অনলাইন পার্টনার অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। এই প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (গেমস এ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সাউথ পয়েন্ট ফিটনেস জোনের ব্যবস্থাপক নুরুল ইসলাম খান নাঈম, ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। সেলিম আল-মাহমুদ প্রেজেন্টস এই প্রতিযোগিতায় ১০০ ক্লাব ও সংস্থার ২৫০ শরীর গঠনবিদ অংশ নেবেন। সেখানে সিনিয়র গ্রুপ মিস্টার ঢাকা ক্যাটাগরিতে সাতটি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওজন শ্রেণীগুলো হল ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮০+ কেজি। অন্যদিকে মাস্টার ক্যাটাগরিটি উন্মুক্ত। তবে ৪০ বছরের নিচের কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। প্রতিটি ক্যাটাগরির প্রথম স্থান অধিকারীকে ১০ হাজার টাকা, মেডেল, স্ট্যাচু (বডিবিল্ডিং) ও সনদপত্র দেয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় হোম এ্যাপ্লায়েন্স, মেডেল, স্ট্যাচু ও সনদপত্র দেয়া হবে। চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অধিকারীদের স্ট্যাচু ও সনদপত্র দেয়া হবে। পাশাপাশি দলগতভাবে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের ট্রফি ও সনদপত্র দেয়া হবে। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
×