ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবিশ্বাস্য মনে হচ্ছে জাগিতোভার

প্রকাশিত: ০৬:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

অবিশ্বাস্য মনে হচ্ছে জাগিতোভার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন কেউ জায়গা দখল করে নেয় এটাই প্রকৃতির নিয়ম। পুরনোদের আড়ালে চলে যেতে হয় এক সময়। ‘বরফের রাজকুমারী’ হিসেবে দীর্ঘ ৪ বছর একক প্রাধান্য দেখিয়েছেন ইভগেনি মেদভেদেভা। তার সঙ্গে পেরে ওঠেনি কেউ। কিন্তু অনুশীলন সতীর্থ ও বয়সে ছোট হলেও খুব ভাল বন্ধু এলিনা জাগিতোভা ক্রমেই জেগে উঠছিলেন মহীরুহ হয়ে, ভাগ বসাতে শুরু করেছিলেন মেদেভেদেভার সিংহাসন। অবশেষে এবার নিজেই রাজকুমারীর আসনে আসীন হয়েছেন পিয়ংচ্যাংয়ে চলমান শীতকালীন অলিম্পিকে মেদভেদেভাকে মেয়েদের একক ফিগার স্কেটিংয়ের প্রতিযোগিতায়। কিন্তু কোনভাবেই ঘোর কাটছে না জাগিতোভার। ১৫ বছর বয়সী এ কিশোরী মাত্র ১.৩১ পয়েন্ট এগিয়ে থেকে স্বর্ণপদক জয় করেন। ব্যাপারটা নিজের কাছে এখনও বিস্ময়েরই মনে হচ্ছে এ রাশিয়ান কিশোরীর কাছে। ব্রোঞ্জ জয় করেন কানাডার ক্যাটলিন ওসমুন্ড। শীতকালীন অলিম্পিকে রাশিয়ার পতাকা নিয়ে এবার অংশগ্রহণ করতে পারছেন না কোন এ্যাথলেট। তাদের পরিচয় লেখা হচ্ছে রাশিয়া থেকে আগত এ্যাথলেট। মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও মদদে বিপুল পরিমাণে ড্রাগ পাপে এ্যাথলেটদের জড়িয়ে পড়ার ঘটনার জন্যই রাশিয়াকে নিষিদ্ধ করা হয়। সেই রাশিয়ানদের প্রথম একক স্বর্ণপদক এনে দিয়েছেন জাগিতোভা। তবু সেটি আবার ‘বরফ রাজকুমারী’ মেদভেদেভাকে হারিয়ে। কোনভাবেই এটা বিশ্বাস হচ্ছে না জাগিতোভার, ‘আমি চ্যাম্পিয়ন হয়েছি এটা কোনভাবেই বিশ্বাস করতে পারছি না। এটা হজম হতে আমার বেশ সময় লাগবে।’ তার অবিশ্বাসের কারণ, বরাবরই মেদভেদেভাকে দেখেই নিজেকে অনুপ্রাণিত করে এসেছেন জাগিতোভা। আর মেদভেদেভা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং একবারের অলিম্পিক চ্যাম্পিয়ন। ফ্রি-স্কেটে উভয়ে ১৫৬.৬৫ পয়েন্ট স্কোর করেছিলেন। কিন্তু সার্বিক স্কোরে এগিয়ে যান জাগিতোভা। তিনি বলেন, ‘আমি অলিম্পিক চ্যাম্পিয়ন এই অনুভূতিটা এখনও নিজের মধ্যে কার্যকর হয়নি। তবে যখন আমি জেনেছি যে আমি প্রথম হয়েছি, তখন অবশ্যই খুবই খুশি হয়েছি এবং সেই সঙ্গে একটা শূন্যতাও বোধ করেছি। সেই শূন্যতাটা আমার এতদিনের পরিশ্রমের ফল পেয়েছি সেটা সঙ্গে সঙ্গে বুঝতে না পারার বিষয়টি। কিন্তু সে সব শতঘণ্টা ধরে করা পরিশ্রম বৃথা যায়নি। এই শূন্যতাবোধ ব্যাখ্যা করা কঠিন। ১০ বছর ধরে আমি স্কেটিং করছি। আমি সব উত্থান-পতনের মধ্যে দিয়েই গেছি এবং অবশেষে এখন আমি অলিম্পিক স্বর্ণপদক অর্জন করেছি।’ এবার মেদভেদেভার পিয়ংচ্যাংয়ে অলিম্পিক স্বর্ণপদক হাতছাড়া হওয়ার সম্ভাবনাই দেখছিলেন সবাই। এর মধ্যে অন্যতম বড় কারণ হতে পারে গত অক্টোবরে পা ভেঙ্গে যাওয়াতে দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় স্কেটিং থেকে সরে থাকা। কিন্তু এই সময়ে তার কাছের বন্ধু ও ১৫ বছর বয়সী অনুশীলন সতীর্থ জাগিতোভা কেন্দ্রীয় মঞ্চে নিজেকে ভালভাবেই প্রতিষ্ঠিত করেছেন। যখন নিজের ইনজুরি আক্রান্ত অঙ্গের পরিচর্যায় ব্যস্ত ছিলেন মেদভেদেভা, সেই সময় জাগিতোভা নিজের পারফর্মেন্সকে আরও নিখুঁত করার জন্য অবিরাম অনুশীলন চালিয়ে গেছেন। সিনিয়র ক্যারিয়ারের প্রথম মৌসুমেই তিনি তারচেয়ে ফেবারিটদের হারিয়ে দিয়েছেন এবং জাপানে গ্রাঁ প্রিঁ ফাইনালে শিরোপা জিতেছেন। এরপর মেদভেদেভা-জাগিতোভা প্রথম লড়াইটা হয়েছে গত জানুয়ারির শেষভাগে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসে অবশ্যই বরফে ফিরে আসা মেদভেদেভা নিজের সেরাটা দিতে পারেননি। কিন্তু স্থায়ুচাপহীন জাগিতোভা ঠিকই আকর্ষণীয় নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
×