ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুবাইয়ে খেলছেন না ফেদেরার

প্রকাশিত: ০৬:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

দুবাইয়ে খেলছেন না ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ দুবাই চ্যাম্পিয়নশিপে খেলার জন্য ওয়াইল্ড কার্ডের আমন্ত্রণ পাঠানো হয়েছিল রজার ফেদেরারকে। কিন্তু তা গ্রহণ করেননি সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। শুক্রবার টুর্নামেন্ট পরিচালক সালাহ তালহাক বিষয়টি নিশ্চিত করেছেন। দুবাই চ্যাম্পিয়নশিপে না খেলে মন্টেকার্লোতে অনুষ্ঠিতব্য লরিয়াস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাবার ঘোষণা দিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এই এক নম্বর খেলোয়াড়। তালহাক স্থানীয় গণমাধ্যমে জানান, সাতবারের চ্যাম্পিয়ন ফেদেরার এ বছর খেলছেন না। তবে ২০১৯ সালে আবারও এখানে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন ফেড এক্সপ্রেস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ও বুঝতে পারি যা তারজন্য ভাল হবে সে রকম সিদ্ধান্তই নিবে সে। আসলে এখানে জোর করার কিছু নেই। রোটারডাম ওপেনের শিরোপা না জিতলে সে অবশ্যই এখানে খেলতে আসতো।’ এদিকে শুক্রবার ফেদেরার এক টুইটার বার্তায় আগামী মঙ্গলবার মন্টেকার্লো সফরে যাবার ইচ্ছা পোষণ করেছেন। সেখানে এ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবারও পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। বয়সে ছত্রিশকেও ছাড়িয়ে গেছেন ফেদেরার। তিনিই এখন সবচেয়ে বেশি বয়সী নাম্বার ওয়ান খেলোয়াড়। রোটারডাম ওপেনের সেমিফাইনালের টিকেট কেটেই নাদালকে টপকে শীর্ষে ওঠার অবিস্মরণীয় রেকর্ড গড়েন তিনি। এর আগে সবচেয়ে বেশি বয়সে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন আরেক কিংবদন্তি আন্দ্রে আগাসি। ২০০৩ সালে ৩৩ বছর ১৩১ দিন বয়সে শীর্ষে উঠেছিলেন এ আমেরিকান।
×