ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিএসএলে মুস্তাফিজ ভেল্কি, ছন্দে তামিম

প্রকাশিত: ০৬:০১, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

পিএসএলে মুস্তাফিজ ভেল্কি, ছন্দে তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ সব বোলারের ব্যর্থতার মাঝে একজন ঠিকই নিজের ভেল্কি দেখালেন। তিনি বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লীগে (পিএসএল টি২০) নিজের প্রথম ম্যাচেই বোলিং ভেল্কি দেখিয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলা মুস্তাফিজ। ৪ ওভার বল করে সবচেয়ে কম রান দিয়ে আবার নিয়েছেন ২টি উইকেটও। বোলিং পরিসংখ্যান, ৪-০-২২-২। মুস্তাফিজের সঙ্গে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালও ছন্দে ফিরেছেন। পেশোয়ার জালমির হয়ে প্রথম ম্যাচে হতাশ করলেও দ্বিতীয় ম্যাচে ২৯ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন। মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও অবশ্য জিততে পারেনি লাহোর। ৪৩ রানে জিতেছে মুলতান সুলতানস। ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৯ রান করে মুলতান। কুমার সাঙ্গাকারা ও আহমেদ শেহজাদকে আউট করেন মুস্তাফিজ। ২টি রান আউট হয়। একটি উইকেট নেন ইয়াসির শাহ। জবাব দিতে নেমে জুনায়েদ খানের (৩-০-২৪-৩) বোলিং তোপে ১৭.২ ওভারে ১৩৬ রান করতেই গুটিয়ে যায় লাহোর। ক্রিকেটের তিন সংস্করণেই বাংলাদেশের হয়ে অভিষেকটা সাফল্যে রাঙিয়েছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল, কাউন্টি দল সাসেক্সের জার্সিতে অভিষেকও হয়েছে আলো ঝলমলে। এবার পিএসএল অভিষেকটাও দুর্দান্ত হলো বাংলাদেশের বাঁহাতি পেসারের। পিএসএলে গত আসরেই খেলার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু ইনজুরিতে থাকেন। বিসিবিও ছাড়পত্র দেয়নি। তাই খেলা হয়নি। এবার খেলতে নেমে প্রথম ম্যাচেই বাজিমাত করেন মুস্তাফিজ। ২৪টি বল করেন মুস্তাফিজ। ১৪টিই ছিল ডট! ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। প্রথম ওভারে ৬ রান দেয়ার পর যখন ১১তম ওভারে আবার বল হাতে নেন। এবার প্রথম বলেই দলকে এনে দেন ব্রেক থ্রু। আহমেদ শেহজাদকে ফিরিয়ে দেন। লেগ স্টাম্পে মুস্তাফিজের লেংথ বল পুল করতে গিয়ে এজ হয়ে উইকেটকিপারকে ক্যাচ দেন শেহজাদ। মুস্তাফিজের বোলিং পরিসংখ্যান তখন ২-০-১০-১। দুর্দান্ত বোলিং করতে থাকেন। শেষ দুই ওভারে আরও ১২ রান দেন। নেন আরও ১টি উইকেট। ব্রেন্ডন ম্যাককালাম যেন আইপিএল দল হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের পথই অনুসরণ করেন। শুরুতে ২ ওভার করান। এরপর শেষে করান ২ ওভার। ১৭তম ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার কুমার সাঙ্গাকারাকেও সাজঘরে ফেরান মুস্তাফিজ। ওভারের দ্বিতীয় বলটা ছক্কা হাঁকিয়েছিলেন সাঙ্গাকারা। পঞ্চম বলে শ্রীলঙ্কান কিংবদন্তিকে নিজের শিকারে পরিণত করেন মুস্তাফিজ। শর্ট বল পুল করতে গিয়ে লং অনে ফখর জামানকে ক্যাচ দেন ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করা সাঙ্গাকারা। এই ওভারে মুস্তাফিজ খরচ করেন ১০ রান। ইনিংসের ১৯তম ওভারে নিজের শেষ ওভারটি করতে আসেন মুস্তাফিজ। এই ওভারে কোন উইকেট না পেলেও বোলিং করেছেন দুর্দান্ত। মাত্র ২ রান দিয়েছেন। দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। পিএসএলেও বোলিং ভেল্কি দেখিয়েছেন। অভিষেকটা রাঙিয়েছেন।
×