ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌরভের চোখে টি২০ই ভবিষ্যত!

প্রকাশিত: ০৬:০১, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

সৌরভের চোখে টি২০ই ভবিষ্যত!

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ ক্রিকেট নিয়ে তর্ক-বিতর্ক থেমে নেই। ক’দিন আগে ঐতিহ্যের এ্যাশেজ টেস্ট সিরিজেও যখন দর্শক-খরা দেখা দেয় তখন এ নিয়ে নিজের দুশ্চিন্তার কথা জানিয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। বিশ্বজুড়ে ঘরোয়া টি২০’র দাপটে সাদা পোশাকের ক্রিকেট তার আকর্ষণ হারাচ্ছে বলেই মনে করছেন অনেকে। ইংলিশ কোচ ট্রেভর বেইলিস তো টি২০ ক্রিকেটই বন্ধ করে দেয়ার পক্ষে। তবে সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন, টি২০ই ভবিষ্যত, সময়ের দাবি মেনে কোনভাবেই এটিকে উপেক্ষা করার সুযোগ নেই। তিনি বলেন, ‘সময়ের বিচারে টি২০ এখন আবশ্যক। এটি ছাড়া ভবিষ্যতের ক্রিকেট টিকবে না।’ ছোট্ট ফরমেটের প্রয়োজনীয়তা মেনে নিয়েই ভবিষ্যতের দিকে তাকাতে হবে বলেই অভিমত সৌরভের। টি২০’র সবচেয়ে বড় সমালোচনার জায়গা হলো, এতে ক্রিকেটের শাস্ত্রীয় ও ব্যাকরণগত দিকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ক্রিকেট হারাচ্ছে শৈল্পিকতা। তাছাড়া আন্তর্জাতিক টি২০সহ ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর কারণে ক্রিকেটারদের ব্যস্ততা বেড়েছে। বাড়ছে ইনজুরি। ক্রিকেটারদের ক্যারিয়ার ছোট হয়ে আসছে। আর্থিক বিচেনায় টি২০ খেলতে অনেকে টেস্ট ছেড়ে দিচ্ছেন। কিন্তু টেস্ট ক্রিকেটকে বাঁচাতে টি২০কে সঙ্কীর্ণ করা উচিত বলেই মত বিশেষজ্ঞদের। আবার সৌরভের মতো অনেকে আবার এটির পক্ষেও যুক্তি আছে। লম্বা দৈর্ঘ্যরে ক্রিকেট দেখার মতো সময় এখনকার যুগে কম মানুষই পেয়ে থাকে। তাই আর্থিক ক্ষতি হয়। এছাড়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ লীগ খেলে অনেক ক্রিকেটার প্রচুর টাকা কামাচ্ছেন। এটাও একটা বড় বিষয়। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড তথা আইসিসির আয় বেড়েই চলছে। তাই অনেকের মতো সৌরভ গাঙ্গুলীও তুমুল জনপ্রিয় ছোট্ট সংস্করণের পক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) কাছে টি২০ ‘সোনার ডিম পাড়া রাজহাঁস’। দর্শকদের কাছে এ সংস্করণের চাহিদাই সবচেয়ে বেশি। এতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে নানা দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ লীগ। ক্রিকেটাররাও এসব লীগ খেলে প্রচুর টাকা কামাচ্ছেন। সবমিলিয়ে ক্রিকেটের স্বার্থেই ‘প্রিন্স অব ক্যালকাটা’ খ্যাত সৌরভ টি-২০ চালিয়ে যাওয়ার পক্ষে। দক্ষিণ আফ্রিকা সফররত বিরাট কোহলির দলের পারফর্মেন্স নিয়েও কথা বলেন বর্তমানে ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) সভাপতি, ‘প্রথম দুটি টেস্টের হার বাদ দিলে সফরে দলের পারফর্মেন্স বেশ ভাল। ওয়ানডেতে ওরা দাপটের সঙ্গে জিতেছে। টি২০টাও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।’ দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ ৫-১ ব্যবধানে জিতেছে ভারত। যেটি প্রোটিয়াদের মাটিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জয় কোহলিদের।
×