ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) ;###;দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর;###;অংকন-অশোকের জোড়া সেঞ্চুরিতে জিতেছে খেলাঘর

মোহামেডানের কাছে হার প্রাইম ব্যাংকের

প্রকাশিত: ০৬:০০, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

মোহামেডানের কাছে হার প্রাইম ব্যাংকের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম বিভাগ থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) উঠেই ঝলক দেখাচ্ছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দলটি শনিবার কলাবাগান ক্রীড়াচক্রকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে। একইদিন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে মোহামেডান। মাহিদুল ইসলাম অংকন ও অশোক মেনারিয়ার জোড়া সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। প্রাইম ব্যাংক-মোহামেডান ম্যাচ ॥ ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সুযোগটি ভালই কাজে লাগায়। আল-আমিনের ১২৬ বলে ৯ চার ও ২ ছক্কায় করা ১১০ রানের ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৫৯ রান করে প্রাইম ব্যাংক। ৩৬ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন প্রাইম ব্যাংক এমন মুহূর্তে হাল ধরেন আল-আমিন। সপ্তম উইকেটে ৮৭ রান করা আরিফুল হককে নিয়ে ১৬১ রানের জুটি গড়েন আল-আমিন। তাতেই দলের স্কোর ১৯৭ রানে যায়। এই সময় আল-আমিন আউট হলেও আরিফুল আরও কিছু পথ দলকে এগিয়ে নিয়ে যান। শেষে দেলোয়ার হোসেনের (২৫) একটি ছোট্ট, তবে গুরুত্বপূর্ণ ইনিংসে এতদূর এগিয়ে যায় প্রাইম ব্যাংক। কিন্তু শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি। জবাব দিতে নেমে রকিবুল হাসানের ৬৪, রনি তালুকদারের ৬০ রানের পর অষ্টম উইকেটে তাইজুল ইসলাম (৩৫*) ও এনামুল হকের (৩২*) ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জিতে যায় মোহামেডান। ৭ উইকেট হারিয়ে ৪৮.৫ ওভারে ২৬০ রান করে জিতে মোহামেডান। জয় মোহামেডানের ঠিকই হয়েছে। তাতে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানেও উঠেছে মোহামেডান। কিন্তু ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলায় আল-আমিনই ম্যাচসেরার পুরস্কার পান। শাইনপুকুর-কলাবাগান ম্যাচ ॥ প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লীগে উঠেই একের পর এক চমক দেখাচ্ছে শাইনপুকুর। দ্বিতীয় স্থানে উঠে গেছে দলটি। আগে ব্যাট করে কলাবাগান ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩২ রানের বেশি করতে পারেনি। আকবর উর রহমান (৭১) ও মাহমুদুল হাসান (৫২) হাফসেঞ্চুরি করেন। শুভাগত হোম চৌধুরী ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে ৪৫ বল বাকি থাকতেই জিতে যায় শাইনপুকুর। ৪ উইকেট হারিয়ে ৪২.৩ ওভারে ২৩৩ রান করে জিতে শাইনপুকুর। আফিফ হোসেন ধ্রুব সর্বোচ্চ অপরাজিত ৬৭ রান করেন। তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৬৩ রান। শুভাগত ৩০ রানে থাকেন অপরাজিত। এই জয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে যায় শাইনপুকুর। ৬ পয়েন্ট করে থাকা দলগুলোকে রানরেটে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে আসন নেয় শাইনপুকুর। খেলাঘর-অগ্রণী ব্যাংক ম্যাচ ॥ ম্যাচটিতে আগে ব্যাট করে অগ্রণী ব্যাংক ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৫৯ রান করে। জাহিদ জাভেদ সর্বোচ্চ ৫৪ রান করেন। জবাব দিতে নেমে খেলাঘর ৩ উইকেট হারিয়ে ৪৭.৪ ওভারে ২৬১ রান করে জিতে যায়। মাহিদুল ইসলাম অংকন (১১৫*) ও ভারতের পাঞ্জাবের অশোক মেনারিয়া (১১৩*) মিলে এমনই ব্যাটিং নৈপুণ্য দেখান তাতে কুপোকাত হয়ে যায় অগ্রণী ব্যাংক। ৪০ রানেই ৩ উইকেট পড়ে যাওয়ার পর দুইজন মিলে চতুর্থ উইকেটে ২২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। স্কোর ॥ পঞ্চম রাউন্ড প্রাইম ব্যাংক-মোহামেডান ম্যাচ, প্রাইম ব্যাংক ইনিংস ॥ ২৫৯/৯; ৫০ ওভার (আল-আমিন ১১০, আরিফুল ৮৭; তাইজুল ৩/৫৩)। মোহামেডান ইনিংস ২৬০/৭; ৪৮.৫ ওভার (রকিবুল ৬৪, রনি ৬০, তাইজুল ৩৫*, এনামুল ৩২*; রুবেল ২/৪১)। ফল ॥ মোহামেডান ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ আল-আমিন (প্রাইম ব্যাংক)। শাইনপুকুর-কলাবাগান ম্যাচ, কলাবাগান ইনিংস ॥ ২৩২/৯; ৫০ ওভার (আকবর ৭১, মাহমুদুল ৫২, রাজু ৪৭*; শুভাগত ৩/৩৪)। শাইনপুকুর ইনিংস ॥ ২৩৩/৪; ৪২.৩ ওভার (আফিফ ৬৭*, তৌহিদ ৬৩, সাদমান ৩৭, উদয় ৩৪, শুভাগত ৩০*)। ফল ॥ শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ শুভাগত হোম চৌধুরী (শাইনপুকুর)। খেলাঘর-অগ্রণী ব্যাংক ম্যাচ, অগ্রণী ব্যাংক ইনিংস ॥ ২৫৯/৮; ৫০ ওভার (জাহিদ ৫৪, রাজ্জাক ৩০; রবিউল ২/১৯)। খেলাঘর ইনিংস ॥ ২৬১/৩; ৪৭.৪ ওভার (অংকন ১১৫*, অশোক ১১৩*)। ফল ॥ খেলাঘর ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মাহিদুল ইসলাম অংকন (খেলাঘর)।
×