ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ মাঠে নামছে পিএসজি

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

আজ মাঠে নামছে পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে এবার দুর্দান্ত খেলছে প্যারিস সেইন্ট জার্মেই। শিরোপা পুনরুদ্ধারে অনেকটাই এগিয়ে গেছে উনাই এমেরির শিষ্যরা। মোনাকোর কাছ থেকে হারানো শিরোপা নিজেদের করে নেয়ার লক্ষ্য নিয়ে আজ আবারও মাঠে নামছে পিএসজি। পার্ক ডি প্রিন্সেসে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেই। এই ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাসটা আরও বাড়িয়ে নিতে চায় প্যারিসের জায়ান্ট ক্লাবটি। কেননা চলতি মৌসুমের সবচেয়ে বড় পরীক্ষাটাই যে আগামী সপ্তাহে। পিএসজি কি চ্যাম্পিয়ন্স লীগের পরবর্তী রাউন্ডে যেতে পারবে, নাকি শেষ আটের যাত্রা থেমে যাবে তা জানা যাবে ৬ মার্চ। তার আগে অবশ্য পিএসজিভক্তদের জন্য একটা দুঃসংবাদ দিলেন উনাই এমেরি। পিএসজির কোচ জানালেন, জ্বরে ভুগছেন ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। তবে নেইমারের ভক্ত-অনুরাগীদের খুব বেশি চিন্তার কারণ নেই। কেননা, ব্রাজিলিয়ান তারকার জ্ব¡র ততটা ভয়াবহ নয় বরং আজ মার্সেইর বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান তারকা খেলতে পারবেন না বলে জানিয়েছেন উনাই এমেরি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো আর ডাক্তার না, টিম ডাক্তারই আমাকে বলেছে যে নেইমার অসুস্থ। তবে এটা ইনজুরি সংক্রান্ত কোন বিষয় নয়, সামান্য জ্বর। আগেরদিন লাস দিয়ারারও এমনটা হয়েছিল। আশাকরি, ভাল হয়ে আজ খেলতে পারবে সে।’ গত কয়েক বছর ধরেই ফ্রেঞ্চ লীগ ওয়ানে রাজত্ব করছে পিএসজি। কিন্তু কখনই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাটা জেতা হয়নি তাদের। কিন্তু এবার নেইমারকে দলে নিয়ে ইউরোপ সেরার মুকুট পরার স্বপ্ন দেখতে শুরু করে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরাই। গ্রুপপর্বে চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিয়ে পিএসজির সেই স্বপ্নটাকে আরও ঝলমলে করে তোলেন নেইমার-এমবাপে-কাভানিরা। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে বসে পিএসজি। তাই দ্বিতীয় লেগের ম্যাচটাই এখন তাদের অগ্নিপরীক্ষা। সেক্ষেত্রে মার্সেইর বিপক্ষে আজকের ম্যাচটা জিতলে পিএসজি পেতে পারে মাদ্রিদের বিপক্ষে ফেরার একটু অতিরিক্ত জ্বালানি। ফ্রেঞ্চ লীগের এই ম্যাচের মাত্র ৩ দিন পর ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালেও পিএসজির প্রতিপক্ষ মার্সেই। আর এই দুটি ম্যাচকেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছেন উনাই এমেরি। এ বিষয়ে তিনি বলেন, ‘এই দুটি ক্লাসিকোই (মার্সেইর বিপক্ষে) রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে কাজ করবে।’ ফ্রেঞ্চ লীগ ওয়ানে এই মৌসুমে দুর্দান্ত খেলছে পিএসজি। ২২ ম্যাচ জিতে ৬৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান তাদের। ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো। আর তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে মার্সেই তিনে। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। ২০১৭-১৮ মৌসুমে লস ব্ল্যাঙ্কোসদের এটা ৩০তম ইনজুরির খবর। চলতি মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের ১৮তম খেলোয়াড় হিসেবে ইনজুরিতে পড়েন মদ্রিচ। এই চোটের কারণে গত সপ্তাহে অনুশীলন করতে পারেননি তিনি। লেগানেসের বিপক্ষে ম্যাচে খেলতেও পারেননি দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলার। শুধু তাই নয়, ইনজুরির কারণে পিএসজির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রিয়ালের অভিজ্ঞ কোচ জিনেদিন জিদান। মদ্রিচের সঙ্গে এই মুহূর্তে ইনজুরিতে রয়েছেন রিয়াল মাদ্রিদের জার্মান তারকা টনি ক্রুস এবং ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোও। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের মাত্র ছয়জন খেলোয়াড় রয়েছেন যারা কোন ধরনের ইনজুরির শিকার হননি। তারা হলেন ক্যাসেমিরো, বোর্জা মায়োরাল, নাচো, কিকো ক্যাসিলা আচরাফ হাকিমি এবং দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খেলোয়াড়দের এমন ইনজুরির প্রভাব পড়েছে স্পেনের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের মাঠের পারফর্মেন্সেও। মৌসুমের শুরু থেকেই নিষ্প্রভ পারফর্মেন্স উপহার দেয়া রিয়াল ইতোমধ্যেই ছিটকে পড়েছে কোপা ডেল’রে থেকে। লা লিগার শিরোপাও হাতছাড়া হয়ে গেছে আরও আগে। টিকে রয়েছে শুধু উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বপ্ন।
×