ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কিলে সমস্যা দেখছেন তাসকিন

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

স্কিলে সমস্যা দেখছেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এবার বউ পেটালেন তাসকিন’। এই শিরোনামের নিউজটি ২২ ফেব্রুয়ারি দেশের একটি অনলাইন পোর্টালে আসতেই আলোচনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলে। নিউজটি ভাইরাল হয়ে যায়। মিথ্যা, বানোয়াট এমন তথ্য দিয়ে নিউজ করা হয়। তাতে ভীষণ ক্ষেপেছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। যারা নিউজ করেছে। এমন মিথ্যা কথা রটিয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও করতে পারেন বলে জানিয়েছেন তাসকিন। তবে আপাতত আছেন ক্রিকেট নিয়ে। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ‘বিশেষ ক্লাসে’ নিজের বোলিংকে আরও ধার করে নিচ্ছেন তিনি। সামনে যে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি রয়েছে, তারজন্য প্রস্তুত হচ্ছেন। নিদাহাস ট্রফি শুরু হবে ৬ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। স্বাগতিক শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশ খেলবে এ ট্রফিতে। তাসকিন দেশের মাটিতে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজে সুযোগ পাননি। দলে তাসকিনকে রাখা হয়নি। সামনে আবার ফেরার আশা করছেন। সে জন্য বোলিংয়ে নিজের যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করার চেষ্টাও করছেন। সমস্যা অন্য কোথাও নেই। স্কিলেই সমস্যা। কোচদের দোষ দিয়ে নাকি লাভ নেই। তা জানান তাসকিন নিজেই। শনিবার বিসিবি একাডেমি মাঠে পেসাররা যে এখন ধারাবাহিক নয়, সেই সম্পর্কে বলতে গিয়ে তাসকিন জানান, ‘আসলে নিজেদের স্কিলের সমস্যা। অযথা কোচদের দোষ দিয়ে লাভ নেই। কোচরা ঠিকমতোই পরিকল্পনা করছেন। ঠিক উপদেশ দিচ্ছেন। ঘাটতি আমাদের বোলারদের। এটা আমাদেরই ঠিক করতে হবে। বাড়তি পরিশ্রম করতে হবে। বোলিং এ্যাকশন বা টেকনিকে ঝামেলা আছে কি না। এখানে (খালেদ মাহমুদ) সুজন স্যার, (কোর্টনি) ওয়ালশ, রিচার্ড বা সিনিয়র প্লেয়াররা ভালভাবেই দেখভাল করছেন। নিজেদের ফোকাস আর পরিশ্রম ঠিক করতে পারলেই সব ঠিক হয়ে যাবে।’ নিদাহাস ট্রফিকে সামনে রেখে শুক্রবার থেকে ৩ মার্চ পর্যন্ত চলমান বিশেষ যে ক্লাস হচ্ছে, তা খুব কাজে দেবে বলেও মনে করছেন তাসকিন, ‘ফাস্ট বোলারদের নিয়ে এই ক্যাম্পটা খুব ভাল হচ্ছে। কোর্টনি ওয়ালশ প্রতিটা বল আমাদের মার্ক আউট করছেন, বলটা জায়গামতো হচ্ছে কি না। এখানে এ্যাকুরেসি ও ভ্যারিয়েশন নিয়ে অনেক কাজ করা হচ্ছে। গতকাল (শুক্রবার) থেকে শুরু হয়েছে, আজকে (শনিবার) সবার পার্সেন্টেজ বেটার। আশাকরি, এটা সামনের সিরিজে অনেক সাহায্য করবে।’ এ্যাকুরেসিকেই এ ক্লাসে প্রাধান্য দেয়া হচ্ছে বলেই জানান তাসকিন, ‘এখানে আসলে সবার এ্যাকুরেসিকে প্রাধান্য দেয়া হচ্ছে। ভ্যারিয়েশন যেমন ইয়র্কার, স্লোয়ার, লেংথ বল, ওয়াইড ইয়র্কার, একেকটা দিন একেকটা জিনিস নিয়ে কাজ করা হচ্ছে।’ সঙ্গে তাসকিন যোগ করেন, ‘আসলে আমি মনে করি, গত চার বছরের অভিজ্ঞতায় এক্সিকিউশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা চাচ্ছি সেটা করতে না পারলে যত পরিকল্পনাই হোক, পারব না। এ জন্যই বেশি হার্ডওয়ার্ক হচ্ছে, এ্যাকুরেসি আর ভ্যারিয়েশন নিয়ে বাড়তি কাজ করছি। আমরা নিজেদের সাধ্যমত চেষ্টা করছি। ক্যাম্পটা খুবই ভাল একটা উদ্যোগ হয়েছে, আশাকরি এটা অনেক কাজে দেবে।’ ক্যাম্পে আছেন ১৪ পেসার ও ৫ ব্যাটসম্যান। পেসাররা ব্যাটসম্যানদের বোলিং করছেন। ত্রিদেশীয় সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজে পেসার, ব্যাটসম্যানদের দুর্বলতা ভালভাবেই ধরা পড়েছে। আর তাই এই বিশেষ ক্লাস করানো হচ্ছে। কিন্তু ভ্যারিয়েশন আর এ্যাকুরেসি ঠিক করতে গিয়ে আবার তাসকিন নিজের গতিই হারিয়ে ফেলবেন নাতো? গতিই যে তাসকিনের শক্তি, তা বলে দিলেন, ‘আসলে পেস আমার স্ট্রেংথ। সেই সঙ্গে ভ্যারিয়েশন আর এ্যাকুরেসি। এমন না আমি ভাল করিনি। গত দুইটা সিরিজ হয়তো খারাপ গেছে। কিন্তু এর আগে নিজেকে প্রমাণ করেছি। হয়তো এ্যাকুরেসিতে ঝামেলা ছিল। ফিটনেসে ঘাটতি ছিল। সামনে ঠিক হয়ে যাবে। যেহেতু আমি প্রমাণ করতে পেরেছিলাম। সামনে আরও বেটার শেপে নিজেকে আনার জন্য প্রস্তুতি নিচ্ছি।’ সঙ্গে টি২০ খেলা নিয়ে জানান, ‘আসলে টি২০ বলে না, সীমিত ওভারেই ব্যাটসম্যানরা অনেক আগ্রাসী। পিচও ব্যাটিংবান্ধব হয়। এখানে বোলারদের ও ভ্যারিয়েশন বা যেটাই বললেন, এ্যাকুরেসি অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়েই কাজ করছি।’ তাসকিন ও তার বউকে নিয়ে মিথ্যা নিউজ করা হয়েছে। এমন দাবির সঙ্গে তাসকিন কঠোর হতে চলেছেন। নিজেই বললেন, ‘এরা সবাই (যারা ভুল নিউজ করেছে) ভূঁইফোড়। আমি কখনও দেখিনি কোন প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম এই ধরনের নিউজ করে। কিন্তু যারা করছে, এরা দেশের মান খারাপ করছে, ক্রিকেটের মান খারাপ করছে এবং দেশের সংবাদের মানও খারাপ করছে। আমরা যারা আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলি তাদের শুধু বাংলাদেশই না দেশের বাইরে অনেকেই চেনে। যেটা করছে ঠিক করছে না। আমার মতে যাদের সম্পর্কে এমন ভুল সংবাদ পরিবশেন করবে, মিথ্যা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া উচিত। আমি মানহানি মামলা করব। আমার বাবার সঙ্গে ইতোমধ্যেই আলোচনা করেছি।’ সঙ্গে যোগ করেন, ‘আজকে আমাকে নিয়ে এ ধরনের নিউজ করেছে, আরেকদিন সাকিব ভাই, মাশরাফি ভাইকে নিয়ে করবে। মাঝে মাধ্যেই ভাবি যারা এ রকম নিউজ করে তাদের পরিবার ঠিকঠাক আছে কি না। ভাল পরিবার বা শিক্ষিত হলে এ ধরনের নিউজ করতে পারে না। সত্য হলে ঠিক ছিল। আমাদের পরিবারের সবাই এটা নিয়ে হাসাহাসি করছে।’
×