ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছয় ঘণ্টায় শত ভাষায় গান

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

ছয় ঘণ্টায় শত ভাষায় গান

সুচেতা সতীশ। বয়স মাত্র বারো। তবে সদ্য কৈশোরে পা দেয়া কেরালার রাজ্যের এই মেয়ে অসাধ্য সাধন করেছে। ২৫ জানুয়ারি দুবাইয়ে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর এই ছাত্রী মাত্র ছয় ঘণ্টা পনেরো মিনিটে ১০২ ভাষায় গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সে নাম লিখিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। সুচেতার জন্ম ভারতে হলেও পড়াশোনা, বেড়ে ওঠা দুবাইয়ে। সঙ্গীত চর্চা সেখান থেকেই শুরু। পারিবারিকভাবে সাংস্কৃতিক আবহে বড় হওয়া সুচেতা বিভিন্ন প্রতিযোগিতায় হিন্দি, মালায়ালাম, তামিল ও ইংরেজী ভাষায় গান গেয়ে ইতিমধ্যেই প্রশংসা অর্জন করেছে। বছরখানেক আগে তার বিশ্বের বিভিন্ন ভাষায় গান গাওয়ার শখ জাগে। সুচেতা জানায়, জাপানি ভাষায় প্রথম কোন বিদেশী গান শেখে সে। তার বাবার এক বন্ধু বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার কণ্ঠে জাপানি গান শুনে আগ্রহ তৈরি হয়। সেই থেকে শুরু এবং গত এক বছরে ১০২টি ভাষার গান সে আয়ত্ব করেছে। যে কোন বিদেশী ভাষার একটি গান শিখতে সুচেতার সময় লাগে ২ ঘণ্টা। তবে গানটি সহজ হলে সে মাত্র ত্রিশ মিনিটে শিখতে পারে। জার্মান, ফরাসী এবং হাঙ্গেরিয়ান ভাষায় গান গাইতে গিয়ে সুচেতার সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। কারণ উচ্চারণের পাশাপাশি এ সমস্ত ভাষায় গানের সুর নিয়ে সমস্যা হয়। মাউরি, আর্মেনিয়ান এবং স্লোভাকিয়ান ভাষায় গান তার কাছে সবচেয়ে সহজ বলে মনে হয়। -গালফ নিউজ
×