ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাতকড়া পরানোর অনুমতি চায় শুল্ক গোয়েন্দা

প্রকাশিত: ০৫:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

হাতকড়া পরানোর অনুমতি চায় শুল্ক গোয়েন্দা

স্টাফ রিপোর্টার ॥ চোরাচালানের অপরাধে গ্রেফতার ব্যক্তিকে আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হ্যান্ডকাপ বা হাতকড়া পরানোর অনুমতি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা। গত ১১ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) হাতকড়া ক্রয় এবং তা ব্যবহারের অনুমতি চেয়ে এই চিঠি পাঠায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যদিও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে এই ধরনের ক্ষমতা আগেই দেয়া ছিল এখন তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হচ্ছে এবং তা সবাইকে জানিয়েই করা হচ্ছে। বিভিন্ন সময় আসামির পলায়ন আর ঝুঁকিপূর্ণ সময়ে আসামি যাতে পালিয়ে যেতে না পারে এজন্য হাতকড়া পদ্ধতি চর্চা চাইছে সংস্থাটি। এ বিষয়ে জানতে চাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জনকণ্ঠকে বলেন, কাস্টমস আইন, ১৫৬ এর ৫ ধারা মোতাবেক তদন্ত করার স্বার্থে থানায় পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) যে ক্ষমতা ভোগ করে, শুল্ক গোয়েন্দাকে একই ক্ষমতা দেয়া হয়েছে। এছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইনেও শুল্ক গোয়েন্দাদের আসামি গ্রেফতারের পাশাপাশি তদন্ত করার ক্ষমতা দেয়া আছে। সুতরাং আইনে হাতকড়া পরানোর ক্ষমতা দেয়া আছে-আমরা এখন এনবিআর থেকে তা প্রয়োগের অনুমতি চাই। তিনি বলেন, এতদিন সেটার চর্চা হতো না এখন আমরা প্রয়োজনের কারণেই করতে চাচ্ছি। এজন্য রাজস্ব বোর্ডকে অবহিত করেছি। তিনি সাম্প্রতিক সময়ের উদাহারণ দিয়ে বলেন, ইতোমধ্যেই কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে আমাদের আসামির পলায়নের কারণে কর্মকর্তাদের সাসপেন্ড এবং তার বিরুদ্ধেও তদন্ত হচ্ছে। ফলে হাতকরা থাকলে হয়ত আসামি পালাতে পারত না। ড. মইনুল খান আরও বলেন, যেখানে আমরা রেড করি সেখানেও অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়। আইনে বলা আছে পুলিশ পারলে বিষটা আমরাও পারি। আমরা আর্থিক অপরাধ কমানোর জন্য নানামুখী কার্যক্রম চালাচ্ছি। ফলে অনেক নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে আমাদেরও আইনের যে ক্ষমতা দেয়া আছে তা বাস্তবায়ন সময়ের প্রেক্ষিতে করতে হচ্ছে।
×