ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেমিনারে বিশেষজ্ঞ অভিমত

রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে দক্ষ নার্সিংসেবা জরুরী

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে দক্ষ নার্সিংসেবা জরুরী

স্টাফ রিপোর্টার ॥ রোগীদের মানসম্মত ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুণগত নার্সিংসেবা অত্যন্ত জরুরী। এজন্য মানসম্মত ও আধুনিক নার্সিং শিক্ষাও অপরিহার্য। চিকিৎসা সেক্টরে সেবিকাদের অবদান অনস্বীকার্য। হাসপাতালে ডাক্তাররা যতই রোগীর চিকিৎসা দিন না কেন, নার্সদের সেবা ছাড়া ওই চিকিৎসা পূর্ণতা পাবে না। শুধু চিকিৎসক দ্বারা রোগীকে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব নয়। এক্ষেত্রে সেবিকার ভূমিকা অপরিসীম যা কেবল শিক্ষিত ও দক্ষ সেবিকা দ্বারাই প্রদান করা সম্ভব। শনিবার বাংলাদেশ পিপলস এ্যাডভান্সড ট্রেনিং এ্যান্ড রিসার্চ সেন্টার আয়োজিত ‘বাংলাদেশ নার্সিং শিক্ষা ও সার্ভিসে গবেষণার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ শিকদার। সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সিং এ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন দেশের অধ্যাপক ডাঃ মোঃ হুমায়ূন কবির তালুকদার, সাবেক অতিরিক্ত সচিব মোঃ আফতাফ উদ্দিন খান, ন্যাশনাল প্রজেক্ট অব আদর্শ গ্রাম প্রকল্পের সাবেক পরিচালক এবং অ্যাম্বার গ্রুপের বর্তমান পরিচালক, (মানব সম্পদ উন্নয়ন ও প্রশাসন) মোহিনী মোহন চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান ফরাজী। উপউপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ শিকদার বলেন, দেশে নার্সিং শিক্ষা ও সার্ভিস বহির্বিশ্বের তুলনায় একটু পিছিয়ে রয়েছে। তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তিনি গত ২ বছরে ২০ হাজারেরও অধিক নার্স নিয়োগ দিয়েছেন এবং আর কয়েক হাজার নার্স নিয়োগের প্রক্রিয়াধীন। এক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি যিনি সর্বপ্রথম বাংলাদেশে নার্সদের সমস্যা নিয়ে গভীর চিন্তা করেছিলেন। তিনি নার্সিং শিক্ষা সবার জন্য উন্মুক্ত করেছেন এবং যাতে বহির্বিশ্বে দক্ষ নার্স পাঠানো যায় সেজন্য জোর তাগিদ দিয়েছেন। বাংলাদেশের গণমানুষের জন্য নার্সিং শিক্ষা ও সার্ভিসের উন্নতমান নিশ্চিত করতে প্রকৃত গবেষণার মাধ্যমে নার্সিং সার্ভিস ও শিক্ষার সমস্যা নিরূপণ করা, সমাধানের উপায় খুঁজে বের করা এবং তা বাস্তবায়নের মাধ্যমে নার্সিংকে একটি গণমুখী পেশা হিসেবে প্রতিষ্ঠা করাতে হবে। সেমিনারে নার্সিং শিক্ষা ও নার্সিং সার্ভিসের বিষয়ে একটি বিশেষজ্ঞ টিমের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তারা বলেন, যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং একটি অত্যাবশ্যকীয় জরুরী সেবা। স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নার্সিং শিক্ষা ও সার্ভিসে অনেক গবেষণা রয়েছে এবং তা বিভিন্ন ই-জার্নাল ও প্রিন্টেড জার্নালে নিয়মিত প্রকাশিত হচ্ছে। রোগীদের উন্নতমানের সেবাদান করতে হলে নার্সিং শিক্ষা সার্ভিসের ওপর গবেষণা একান্ত প্রয়োজন। নার্সিং শিক্ষা ব্যবস্থায়ও অনেক গবেষণার বিষয় রয়েছে। তবে বাংলাদেশে এ বিষয়ে তেমন কোন গুরুত্বারোপ করা হয়নি।
×