ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৫:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লায় সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ ফেব্রুয়ারি ॥ মোবারক হোসেন নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ২টার দিকে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোবারক মৃত আবদুল জলিলের ছেলে। শনিবার দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে আসার পর মোবারক হোসেন (৬১) ট্রাভেলস্ ব্যবসার মাধ্যমে বিদেশে লোক পাঠাত। সম্প্রতি স্থানীয় কিছু লোকজনের সঙ্গে তার আর্থিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাকে একাধিকবার হুমকিও দেয়া হয়। শুক্রবার রাত ২টার দিকে দুর্বৃত্তরা বারান্দায় এসে ডাকাডাকি শুরু করলে মোবারক হোসেন দরজা খুলে বারান্দায় আসেন। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে তার কিছুক্ষণ বাগ্বিত-া চলে। একপর্যায়ে দুর্বৃত্তরা মোবারককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ময়নামতি ক্যান্টনমেন্ট ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, মোবারক হোসেন সেনাবাহিনীর পরিচ্ছন্ন কর্মী ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে এখনও হত্যাকা-ের মোটিভের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে বিভিন্ন কারণে বিরোধ ছিল বলে নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি। এসব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।
×