ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নড়িয়ায় বোমা বানাতে গিয়ে ২ যুবক আহত

প্রকাশিত: ০৫:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

নড়িয়ায় বোমা বানাতে গিয়ে ২ যুবক আহত

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৪ ফেব্রুয়ারি ॥ নড়িয়ার মশুরা গ্রামে বোমা বানাতে গিয়ে দুই যুবক আহত হয়েছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করার পর একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১০টায় নড়িয়ার মশুরা গ্রামের রহমান পেদার বাড়ির সামনে পেদা মার্কেটের কাছে ৪/৫ যুবক ককটেল বোমা তৈরি করতে যায়। বোমা তৈরির একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে শিরঙ্গল গ্রামের মোতালেব খালাসীর ছেলে শাহিন খালাসীর (২০) বাম হাতের বাহু পুড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তারই সহযোগী শিরঙ্গল গ্রামের বাদশা সরদারের ছেলে হৃদয় সরদারের (১৯) বাম চোখে মারাত্মক জখম হয়। শনিবার সকালে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে বলে ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ সিকদার জানান। হৃদয় সরদারের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে নড়িয়া থানার পুলিশ হাসপাতালে ছুটে আসে। এ সময় শাহিন খালাসী হাসপাতালে ভর্তি ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। নড়িয়া থানার ওসি মোঃ আসলাম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও বোমা তৈরির সরঞ্জমাদি উদ্ধার করা হয়েছে। আহত একজনকে ঢাকায় নিয়ে গেছে। অন্য একজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×