ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুলিশ দেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাস থেকে বাঁচিয়েছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

পুলিশ দেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাস থেকে বাঁচিয়েছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ ফেব্রুয়ারি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, পুলিশ বাহিনী সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে দেশকে বাঁচিয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনী কোন দলের নয়, পুলিশ জনগণের। দেশ এগিয়ে যাচ্ছে, অন্ধকারে যাবে না। আমরা সবাই মিলে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪০ সালে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের তালিকায় স্থান পাবে। মন্ত্রী শনিবার দুপুরে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আলী আশরাফ এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, পুলিশের চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি ড. মনির-উজ-জামান, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী, এ্যাড. কামরুল ইসলাম প্রমুখ। এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বিএনপির কোন শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনও বাঁধা দিচ্ছি না। কিন্তু কেউ যদি মাত্রাতিরিক্ত করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেয় তখনই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে কাজটি করার দরকার সে কাজটি করে থাকে। তিনি বলেন, কুমিল্লাসহ সারাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে। বাংলাদেশে জঙ্গীদের আর স্থান নেই। ইভটিজিং শতভাগ নিয়ন্ত্রণে। মাদককে এখনো সমূলে নিয়ন্ত্রণ করা যায়নি। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদককে নিয়ন্ত্রণে আনতে হবে। সন্তানদের মাদকের কুফল সম্পর্কে বোঝাতে হবে। পরে মন্ত্রী ওই উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া মনোহরপুর হাইস্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ওই এলাকার আবদুল লতিফ সড়ক, একটি হেফজখানা, এতিমখানা ও নলুয়া নূরানী মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন। এরপর তিনি নলুয়া মনোহরপুর গ্রামে তাঁর শ্বশুর বাড়িতে কিছু সময় অতিবাহিত করেন।
×