ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির প্রতি তোফায়েল

জেলে থেকে খালেদার জনপ্রিয়তা বাড়লে জামিন আবেদন করবেন না

প্রকাশিত: ০৫:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

জেলে থেকে খালেদার জনপ্রিয়তা বাড়লে জামিন আবেদন করবেন না

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ ফেব্রুয়ারি ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক। এ বছরের ডিসেম্বর মাসে নির্বাচন হবে। বিএনপির নেতারা বলেন, বেগম খালেদা জিয়া যতদিন জেলে থাকবেন তত বেশি জনপ্রিয়তা বাড়বে এবং আওয়ামী লীগের ভোট কমবে। এর জবাবে বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তা বাড়লে আপনারা তাকে জেলে রাখুন, তার জন্য বেল ম্যুভ করবেন না। আপনারা কোর্টে যাবেন না। মন্ত্রী আরও বলেন, তাহলে খালেদা জিয়াকে জেলে রেখে দেন। জেলে রেখেই নির্বাচন করেন। খালেদা জিয়া যদি জেলে থাকে তা হলে তো জনপ্রিয়াতা বাড়ে, তা হলে তো নির্বাচনে আপনারা জিতে যাবেন। কিন্তু আমরা আইনে বিশ^াস করি। আইন আইনের মতো চলবে। শনিবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৫ম পর্বের সুবিধা ভোগীদের সনদ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সেলিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। বাণিজ্যমন্ত্রী বলেন, বেকার সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী নিজে ন্যাশনাল সার্ভিস করেছেন। প্রধানমন্ত্রী নিজে স্বপ্ন দেখেন। তিনি দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। অথচ বিএনপি ২০০৪ সালের ১৫ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রীসহ আমাদের হত্যা করার চেষ্টা করেছে। ভোলা হবে মডেল জেলা। ভোলার গ্যাস দিয়ে প্রচুর শিল্প-কলকারখানা হবে। আমার জীবন ভোলার মানুষের জন্য উৎসর্গ করলাম। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। ডিজিটাল বাংলাদেশে কার্যক্রম গ্রামে পৌঁছে গেছে। ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছে। তোফায়েল আহমেদ বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে অপরাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের অপরাজনীতি করে অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে হরতাল-অবরোধের নামে দেশে মানুষ খুন হয়েছে। পরে মন্ত্রী ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৫ম পর্বের সুবিধা ভোগীদের মধ্যে সনদ বিতরণ করেন। এছাড়াও ভোলার ১৭৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ল্যাপটপ বিতরণ করেন। পরে তিনি জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন।
×