ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নোবেল বিজয়ী দুই নারী ঢাকায়, আজ আসছেন শিরিন এবাদি

প্রকাশিত: ০৫:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

নোবেল বিজয়ী দুই নারী ঢাকায়, আজ আসছেন শিরিন এবাদি

স্টাফ রিপোর্টার ॥ আট দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন শান্তিতে নোবেল বিজয়ী দুই নারী- ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেইরিড ম্যাকগুয়ের। আজ যোগদান করবেন আরেক নারী ইরানের শিরিন এবাদি। নারী পক্ষের আমন্ত্রণে তারা ঢাকায় এসেছেন। মূলত মিয়ানমারে নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিতে তাদের এই বাংলাদেশ সফর। নোবেল বিজয়ী এই তিনজন নোবেল ওমেন্স ইনিশিয়েটিভের সদস্য। শান্তি, ন্যায্যতা ও সমতার জন্য তারা কাজ করে যাচ্ছেন। জানা গেছে, কক্সবাজার ঘুরে এসে নোবেল বিজয়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। এরপর ২৮ ফেব্রুয়ারি সকালে নারীপক্ষ আয়োজিত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন। সেখানে তারা নারী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্ব-স্ব পর্যবেক্ষণ তুলে ধরবেন। নারী পক্ষের সদস্য সাবিনা ইয়াসমিন এই তিন নোবেল বিজয়ীর বাংলাদেশ সফর প্রসঙ্গে জনকণ্ঠকে জানান, ‘এই তিনজনের একই সঙ্গে আসার কথা থাকলেও ইরানের শিরিন এবাদি সম্ভবত আজ আসবেন। তবে শনিবার দুপুরে ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও সন্ধ্যায় যুক্তরাজ্যের মেইরিড ম্যাকগুয়ের বাংলাদেশে এসে পৌঁছান। এই দু’জনের প্রতিনিধি দল আজই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে পৌঁছাবেন। এবং শিরিন এবাদিকে সোমবার সেখানে নিয়ে যাওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি বিশ্ববাসীর হৃদয়কে নাড়া দিয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়া এসব শরণার্থী বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দিন কাটাচ্ছেন। তাদের কাছ থেকে দেখতে ও তাদের সমস্যার কথা জানতেই এই তিন নারীর বাংলাদেশ সফর। তারা কক্সবাজার সফরে গিয়ে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখবেন। তারা এখানকার অবস্থা দেখে প্রকৃত বাস্তবতা সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গত বছরের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নতুন করে হামলা শুরু করে দেশটির সামরিকবাহিনী। সেনাবাহিনীর তাণ্ডবে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় ১০ লাখ রোহিঙ্গা। এই হামলার ভয়াবহতাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।
×